For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঞ্জাবে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল লাহোরে, মদত ছিল খলিস্তানপন্থীদেরও

অমৃতসরে রবিবার যে গ্রেনেড হামলা হয়েছিল তার পরিকল্পনা হয়েছিল লাহোরে। তাতে মদত দিয়েছে কানাডা ও জার্মানির খলিস্তানপন্থীরা।

  • |
Google Oneindia Bengali News

অমৃতসরে রবিবার যে গ্রেনেড হামলা হয়েছিল তার পরিকল্পনা হয়েছিল লাহোরে। তাতে মদত দিয়েছে কানাডা ও জার্মানির খলিস্তানপন্থীরা। দিল্লিতে তদন্তকারী সংস্থা সূত্রে এমনই খবর জানিয়েছেন এক নিরাপত্তা আধিকারিক। নাম না প্রকাশের স্বার্থে সেই আধিকারিক জানিয়েছেন, পঞ্জাবে উগ্রপন্থা আমদানির চেষ্টা চলছে।

পঞ্জাবে জঙ্গি হামলার পরিকল্পনা হয়েছিল লাহোরে

গোয়েন্দা সূত্রে খবর, স্থানীয়দের একটি নেটওয়ার্ক মডিউল তৈরি হয়। সেই দলকেই জুড়ে দেওয়া হয় ইসলামপন্থী নেটওয়ার্কের সঙ্গে। পাকিস্তান থেকে আমদানি করা হয় গ্রেনেড সহ নানা অস্ত্র। তুলে দেওয়া হয় জঙ্গিদের হাতে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অমৃতসরের রাজাসাঁসি এলাকায় নিজে ঘুরে গিয়েছিল। আশির দশকের শিখ দাঙ্গার সময় তিনি নিজে তদন্তের কাজ করেছেন। ফলে পূর্ব অভিজ্ঞতা প্রচুর। গোটা ঘটনা সরেজমিনে তদন্ত করার পরে তিনি মনে করছেন এতে পাকিস্তানের যোগ রয়েছে ও সেখানকার আইএসআই এর মদতে গোটা ঘটনা হয়েছে।

অজিত ডোভালের সঙ্গে বৈঠকে হাজির ছিলেন স্বরাষ্ট্রসচিব, পঞ্জাব পুলিশের ডিজিপি ও গোয়েন্দা কর্তারা। অমৃতসরের হামলা আগামী লোকসভা ভোটের আগে ভারতে আতঙ্ক তৈরির অপচেষ্টা বলে ব্যাখ্যা করা হয়েছে।

যে এইচজি-৮৪ গ্রেনেড বিস্ফোরণ হয়েছে তা পাকিস্তানে তৈরি। তবে এমন ঘটনায় পঞ্জাব সরকার বা ইন্টেলিজেন্স ভীত নয়। আল কায়েদা, জঈশ ই মহম্মদ ও খলিস্তানি উগ্রপন্থীদের নেটওয়ার্ক কীভাবে হাত মিলিয়ে কাজ করছে সেটা লক্ষ্য রাখাই এখন প্রধান কাজ বলে গোয়েন্দারা মনে করছেন।

English summary
Amritsar attack planned in Lahore, Canada-based pro-Khalistani groups involved too
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X