For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির তত্ত্বেই সিলমোহর? অমিত শাহর সঙ্গে আলোচনার পর কী বললেন অমরিন্দর সিং

Google Oneindia Bengali News

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আটদিন ধরে দিল্লির একাধিক সীমানায় কৃষকদের বিক্ষোভ চলছে। সমস্যা সমাধানের লক্ষ্যে আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগে আলোচনায় বসলেও তা ফলপ্রসূ হয়নি। কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কৃষক সংগঠনগুলি। এই আবহে ফের এদিন বৈঠকে বসল কেন্দ্র এবং কৃষক সংগঠনগুলি। এই বৈঠকের আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে বসেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

কৃষি আইনের বিরোধিতায় অমরিন্দর সিং

কৃষি আইনের বিরোধিতায় অমরিন্দর সিং

কৃষি আইনের বিপক্ষে যেসকল নেতারা দেশে সব থেকে সরব হয়েছেন, তাঁদের মধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সামনের সাড়িতে। কেন্দ্রের কৃষি আইনের পাল্টা তিনটি কৃষি বিল বিধানসভায় আনেন মুখ্যমন্ত্রী অমরিন্দর। সেই পরিস্থিতিতে কেন্দ্র এবং বিজেপিকে একাধিকবার তোপও দেগেছেন অমরিন্দর সিং।

কী বলেন অমরিন্দর সিং?

কী বলেন অমরিন্দর সিং?

এদিন অমিত শাহর সঙ্গে বৈঠকের পর অমরিন্দর সিং বলেন, 'রাষ্ট্রীয় সুরক্ষার জন্যে এই আন্দোলন ক্ষতিকারক। তবে কৃষকদের দাবি মেনে নেওয়া উচিত। তাঁদের সঙ্গে কথা বলে কেন্দ্র সিদ্ধান্ত নিক। দুই পক্ষের প্রতি আমার আবেদন যে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নেওয়া হোক। এই আন্দোলনের জেরে পাঞ্জাবের অর্থব্যবস্থার উপর প্রভাব পড়ছে। তবে আই কেন্দ্রের আইনের বিরোধিতা করি তাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।'

পরিস্থিতি পর্যালোচনায় বুধবার অমিত শাহ বাসভবনে বৈঠক

পরিস্থিতি পর্যালোচনায় বুধবার অমিত শাহ বাসভবনে বৈঠক

এর আগে সমাধন সূত্র খুঁজতে ১ ডিসেম্বর কৃষক নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তবে ওই বৈঠক নিষ্ফলা হয়। এরপর পরিস্থিতি পর্যালোচনায় বুধবার অমিত শাহ বাসভবনে গিয়েছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। রেলমন্ত্রী পীযূষ গোয়েলও সেখানে ছিলেন। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে দিল্লিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে বিশদ আলোচনা হয়।

আন্দোলনকারী কৃষকদের দাবি

আন্দোলনকারী কৃষকদের দাবি

আন্দোলনকারী কৃষকদের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রের আনা নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে৷ তবে কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটবে না বলে স্পষ্ট জানানো হয়। তবে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়৷ এই পরিস্থিতিতে কোনও সমাধানসূত্র বের না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি৷

<strong>জোড়াফুল ছেড়ে পদ্মফুল? সৌগতকে উষ্মা প্রকাশের পর বিজেপি নেতার সঙ্গে ফোনালাপ শুভেন্দুর!</strong>জোড়াফুল ছেড়ে পদ্মফুল? সৌগতকে উষ্মা প্রকাশের পর বিজেপি নেতার সঙ্গে ফোনালাপ শুভেন্দুর!

English summary
Amrinder Singh met Amit Shah before Farmers sits for meeting with Central government in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X