For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের আগে পাঞ্জাবে বড় চমক বিজেপির, বড় সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন অমরিন্দর সিং

লোকসভা ভোটের আগে পাঞ্জাবে বড় চমক বিজেপির, বড় সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছেন অমরিন্দর সিং

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে যুদ্ধ জয়ের পর এবার পাঞ্জাবে বড় চমক নিয়ে হাজির বিজেপি। সূত্রের খবর অমরিন্দর সিংয়ের পার্টি লোক কংগ্রেস মিশে যেতে বসেছে বিজেপিতে। লন্ডন থেকে ভারতে ফিরেই এই ঘোষণা করবেন তিনি। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অমরিন্দর সিং। সেসময় নির্বাচনে তিনি বিজেপির সঙ্গে জোট গড়ার জন্য শর্ত দিয়েছিলেন। তিনি বলেছিলেন মোদী সরকার কষি আইন প্রত্যাহার করে নিলে বিজেপিকে সমর্থন জানাবেন। মোদী সরকার কথা রেখেছিলেন। তারপরেই বিজেপির সঙ্গে জোটগড়ে তাঁর পার্টি ভোটে লড়ে।

বিজেপিতে মিশছেন অমরিন্দর

বিজেপিতে মিশছেন অমরিন্দর

পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে থেকেই জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তখন আর গেরুয়া স্রোতে মিশে যাওয়ার সাহদ দেখাতে পারেননি অমরিন্দর সিং। বিজেপিকে সমর্থন জানিয়েই থেমেছিলেন। এবার আর আলাদা থাকছেন না তিনি। সূত্রের খবর বিজেপির সঙ্গে মিেশ যেতে চলেেছ তাঁর দল। সূত্রের খবর এখন লন্ডনে রয়েছে অমরিন্দর সিং। লন্ডন থেকে ফিরে এসেই তিনি এবং তাঁর দল বিজেপিতে মিশে যাবে বলে ঘোষণা করবেন। আগামী সপ্তাহেই লন্ডন থেকে ফিরছেন অমরিন্দর।

লন্ডনে চিকিৎসা করাচ্ছেন অমরিন্দর

লন্ডনে চিকিৎসা করাচ্ছেন অমরিন্দর

জানা গিয়েছে লন্ডনে চিকিৎসা করাতে গিয়েছেন তিনি। সেখানে কোমরে অস্ত্রোপচার হয়েছে তাঁর। সেখানেই বেশ কিছুদিন ছিলেন তিনি। সুস্থ হয়ে সামনের সপ্তাহেই দেশে ফিরবেন। তারপরেই বিজেপিতে যোগদান। পাঞ্জাবে বিধানসভা ভোটের ঠিক আগে সিধুকে নিয়ে প্রবল বিবাদের জেরে কংগ্রেস ছাড়েন তিনি। পাঞ্জাব কংগ্রেসের নির্বাচনের দািয়ত্ব দেওয়া হয়েছিল সিধুর উপরে। তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন অমরিন্দর।তারপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিয়ে চরণজিৎ চান্নিকে মুখ্যমন্ত্রী করা হয়। ক্ষোভে অপমানে কংগ্রেস েছড়ে নিজের দল গঠন করেন অমরিন্দর সিং।

বিজেপিরকে সমর্থন

বিজেপিরকে সমর্থন

পাঞ্জাবে ভোটের আগে নিজের দল গড়লে প্রথমে বিজেপিকে সমর্থন করেননি অমরিন্দর। চাষিদের পাশে দাঁড়িয়ে বিল প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। মোদী সরকার বিল প্রত্যাহার করলে প্রতিশ্রুতি রাখেন অমরিন্দর। বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন অমরিন্দর সিং। কিন্তু বিজেপিতে যোগদানের জল্পনা সেসময় উড়িয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই বিজেপিতেই যোগ দিতে চলেছেন অমরিন্দর সিং। এই খবর ছড়য়ে পড়তেই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে।

এবার কি টার্গেট পাঞ্জাব

এবার কি টার্গেট পাঞ্জাব

মহারাষ্ট্র জয় হয়ে গিয়েছে বিজেপি। গতকাল শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গড়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন একনাথ শিন্ডে। আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। কাজেই বিহার, উত্তর প্রদেশ আর মহারাষ্ট্র তিনটি রাজ্যেই বিজেপির শাসন কায়েম হয়েছে। এবার বাকি রয়েছে হাতে গোনা কয়েকটি অবিজেপি রাজ্য। অমরিন্দরের বিজেপিতে যোগদানের সম্ভবনা নতুন জল্পনা তৈরি করেছে। তাহলে কি এবার পাঞ্জাবের দিকে হাত বাড়াচ্ছে বিজেপি।

রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই পাওয়ারের কাছে আয়কর দফতরের 'প্রেম-পত্র' রাজনৈতিক পরিবর্তনের মধ্যেই পাওয়ারের কাছে আয়কর দফতরের 'প্রেম-পত্র'

English summary
Amrindar Singh Party Merge With BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X