For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাস ভারতে সবচেয়ে বেশি দ্রুত হারে ছড়াচ্ছে! কী বলছে পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

বিশ্বে করোনা আক্রান্ত দেশ হিসাবে ভারত এই মুহূর্তে তৃতীয় স্থানে থাকলেও, তালিকায় বাকি দেশের তুলনায় ভারতে সংক্রমণের হার অনেক বেশি। অন্তত পরিসংখ্যান তাইই বলছে। প্রতিদিন প্রায় ৫০ হাজারের কাছাকাছি আক্রান্ত নিয়ে ভারত কোনদিকে যাচ্ছে দেখে নেওয়া যাক পরিসংখ্যানে।

বিশ্বে ভারতের পরিস্থিতি

বিশ্বে ভারতের পরিস্থিতি

বিশ্বের ২০০ টি দেশের মধ্যে ১৮ টি দেশে সবচেয়ে বেশি করোনা সংক্রমণ ছড়াচ্ছে। আর সেদিক থেকে সবাইকে পিছনে পেলে এগিয়ে রয়েছে ভারত। দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ৪০ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। ব্রাজিলে তা ৩৬ দিনে হচ্ছে , আর ভারতে তা ১৯ দিনে হচ্ছে।

 বিশেষজ্ঞদের দাবি

বিশেষজ্ঞদের দাবি

এখন সবে শুরু! বিশেষজ্ঞদের দাবি, ভারতে কোভিড টেস্টিং অনেকদূর পর্যন্ত গেলে তবে ভারতের পরিস্থিতি খানিকটা স্বস্তির জায়গায় যাবে। বিশেষজ্ঞদের দাবি, পরিসংখ্যান নিয়ে ভাবনার থেকেও বেশি ভাবনা যোগ করা উচিত কতজনে কোভিড টেস্টিং হচ্ছে তা নিয়ে। যাতে দ্রুতহারে অনেক বেশি টেস্ট করা যায় , তারওপর জোর দিতে হবে ভারতকে।

'সবাই রোগী নন'

'সবাই রোগী নন'

বিশেষজ্ঞরা বলছেন, টেস্টিং সবচেয়ে বেশি হচ্ছে ভারতে। উদাহরণ হিসাবে আইআইএসআরের এক বিশেষজ্ঞ বলছেন, দিনে যদি ৩ লাখ টেস্ট হয়, তাহলে তারমধ্যে ৫০ হাজার আক্রান্ত হিসাবে আসছে বলে ধরে নেওয়া যাক, এই আক্রান্তদের মধ্যেও সবাই রোগী নন। আক্রান্তদের মধ্য ৫০০ থেকে ১০০ জনের ভেন্টিলেটর লাগছে। সেদিক থেকে পরিস্থিতি খানিকটা এখনও নিয়ন্ত্রণে বলা যায় বলে দাবি বিশেষজ্ঞদের।

সংক্রমণে রাশ টানা যাচ্ছে না!

সংক্রমণে রাশ টানা যাচ্ছে না!

বিশেষজ্ঞদের দাবি, কিছুতেই সংক্রমণে রাশ টানতে পারছে না সরকার। সুস্থতা ও মৃতের হার কম দেখিয়ে যে পরিসংখ্যান পেশ করা হচ্ছে, তাতেও গোষ্ঠী সংক্রমণকে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। মূলত, রাস্তাঘাটে হাঁচি , কাশি থেকেই করোনা দ্রুত ভারতে ছড়িয়ে পড়ছে বলে দাবি বিশেষজ্ঞদের।

ভারতে দৈনিক করোনা সংক্রমণে ফের কমতি! পরিসংখ্যান কী বলছে ভারতে দৈনিক করোনা সংক্রমণে ফের কমতি! পরিসংখ্যান কী বলছে

English summary
Among worst-affected countries India's Covid-19 cases growing fastest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X