For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সরোদ ফিরে পেলেন আমজাদ আলি খান, ধন্যবাদ ব্রিটিশ এয়ারওয়েজকে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ওস্তাদ
নয়াদিল্লি, ১ জুলাই: হারিয়ে যাওয়া সরোদ ফিরে পেলেন ওস্তাদ আমজাদ আলি খান। এর ফলে আনন্দিত ওস্তাদজি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজকে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Epic Reunion!!! BA delivers my Sarod. Thank you all for your prayers and love, especially the media for their... <a href="http://t.co/MjYbLHYBZw">http://t.co/MjYbLHYBZw</a></p>— Amjad Ali Khan (@AAKSarod) <a href="https://twitter.com/AAKSarod/statuses/483864905494573056">July 1, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

প্রসঙ্গত, লন্ডন থেকে দিল্লি ফেরার পথে খোয়া গিয়েছিল ওস্তাদ আমজাদ আলি খানের সরোদ। গত ২৮ জুন ঘটনাটি ঘটার পর ব্রিটিশ এয়ারওয়েজ তাঁকে আশ্বাস দিয়েছিল, তা ফিরিয়ে দেওয়ার। কিন্তু এখনও সরোদটি না পাওয়ায় গতকাল ক্ষোভ উগরে দিয়েছিলেন এই কিংবদন্তী সরোদ বাদক।

লন্ডনের ডার্টিংটন কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আমজাদ আলি খান। সঙ্গে ছিলেন স্ত্রী শুভলক্ষ্মী। ২৮ জুন ব্রিটিশ এয়ারওয়েজের উড়ানে তাঁরা দিল্লি ফিরছিলেন। ওস্তাদ আমজাদ আলি খান জানিয়েছিলেন, "২৮ জুন যখন দিল্লি এয়ারপোর্টে নামলাম, দেখলাম আমার সরোদটা নেই। ৪-৫ ঘণ্টা অপেক্ষা করেছি। যখন খুঁজে পেলাম না, ব্রিটিশ এয়ারওয়েজের কর্মীরা এসে জানালেন, পরের উড়ানে ওটা লন্ডন থেকে আসছে। ৪৮ ঘণ্টা কেটে গিয়েছে। এখনও অপেক্ষা করছি। এত বড় একটা বিমান কোম্পানি কী করে এমন দায়িত্বজ্ঞানহীন হতে পারে, ভাবতেই পারছি না।" তাঁর আরও মন্তব্য ছিল, "গত ৪৫ বছর ধরে ওই সরোদটা আমার সঙ্গী। এখন হারিয়ে গেল। কীভাবে আমি বাঁচব!"

এদিকে, মঙ্গলবার সকালে হঠাৎ তাঁর কাছে এসে হাজির হন ব্রিটিশ এয়ারওয়েজের প্রতিনিধিরা। সঙ্গে একটি ঢাউস বাক্স। আমজাদ আলি খানের সামনেই খোলা হয় সেটি। দেখা যায়, ভিতরে রয়েছে তাঁর প্রিয় সরোদ। সঙ্গীর দর্শন পেয়েই হাসিতে ভরে যায় ওস্তাদজির মুখ। তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন তাঁদের। পরে সংবাদমাধ্যকে জানান, "ব্রিটিশ এয়ারওয়েজ আমার অমূল্য সরোদটি ফিরিয়ে দেওয়ায় আর ওদের প্রতি আমার রাগ নেই। বরং আমি খুশি। ওদের ধন্যবাদ জানাচ্ছি।"

English summary
Amjad Ali Khan gets back his sarod, thanks British Airways
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X