For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'প্রধানমন্ত্রী হিসাবে অমিতাভ বচ্চন মোদীর চেয়ে ঢের ভালো ', উত্তরপ্রদেশে দাবি প্রিয়ঙ্কা গান্ধীর

রাজীব গান্ধীর সঙ্গে অমিতাভ বচ্চনের বন্ধুত্বের কথা এদেশ ভুলে যায়নি। তবে একটা সময়ের পর গান্ধী ও বচ্চন পরিবারের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

Google Oneindia Bengali News

রাজীব গান্ধীর সঙ্গে অমিতাভ বচ্চনের বন্ধুত্বের কথা এদেশ ভুলে যায়নি। তবে একটা সময়ের পর গান্ধী ও বচ্চন পরিবারের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এরপর বহু বছর কেটে যায়, ভারতীয় রাজনীতিতে দুটি ভিন্ন ভাবধারায় এগিয়ে যায় বচ্চন ও গান্ধীরা। সমাজবাদী পার্টির সাংসদ হন জয়া বচ্চন, আর রাজীব গান্ধীর মৃত্যুর বহু বছর পর প্রত্যক্ষ রাজনীতিতে আসেন সনিয়া গান্ধী। ২০১৯ সালের ভোট প্রচারে প্রিয়ঙ্কা গান্ধীর এক মন্তব্য ফের একবার এই পুরনো অধ্যায়কে উস্কে দিয়েছে। যদিও প্রিয়ঙ্কার উদ্দেশ্য ছিল শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করা।

'অভিনেতা' ইস্যুতে মন্তব্য

এদিন, মোদীকে অভিনেতা হিসাবে কটাক্ষ করে প্রিয়ঙ্কা বলেন,'আপনারা ধরেই নিন দুনিয়ার সবচেয়ে বড় অভিনেতাকে আপনারা প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছেন। এর থেকে ভালো ছিল অমিতাভ বচ্চনকে আপনারা প্রধানমন্ত্রী বানিয়ে দিতেন। আপনাদের জন্য তো কেউ কিছুই করতেন না। '

মির্জাপুরে প্রিয়ঙ্কা

এর আগে, উত্তরপ্রদেশ কংগ্রেসের পূর্ব প্রান্তের জেনারেল সেক্রেটারি প্রিয়ঙ্কা গান্ধী মির্জাপুরে একটি রোড শো করেন। সেখানে কংগ্রেস কর্মীদের জমায়েতও ছিল চোখে পড়ার মতো।

[আরও পড়ুন: 'অব কী বার, ৩০০ পার', প্রচারের শেষদিনেও চরম আত্মবিশ্বাসী মোদী দিলেন নতুন স্লোগান][আরও পড়ুন: 'অব কী বার, ৩০০ পার', প্রচারের শেষদিনেও চরম আত্মবিশ্বাসী মোদী দিলেন নতুন স্লোগান]

রাহুলের তোপ

রাহুলের তোপ

এর আগে মোদীর এক সাম্প্রতিক সাক্ষাৎকারে 'রাডার ' নিয়ে মন্তব্যের জেরে মোদীকে নিয়ে কটাক্ষ শুরু করেন রাহুল গান্ধী। তিনি 'মোদীলি' বলেও কটাক্ষ করেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে।

[আরও পড়ুন: গডসেকে নিয়ে মন্তব্যে প্রজ্ঞা-অনন্ত-নলিনের বিরুদ্ধে পদক্ষেপ বিজেপির ][আরও পড়ুন: গডসেকে নিয়ে মন্তব্যে প্রজ্ঞা-অনন্ত-নলিনের বিরুদ্ধে পদক্ষেপ বিজেপির ]

English summary
Amitabh Bachchan would have been a better prime minister than Narendra Modi says Priyanka Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X