For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অমিতাভ বচ্চন'কে ভারতের হাতে তুলে দিল সংযুক্ত আরব আমিরশাহী

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৮ মে : এই অমিতাভ বচ্চন বলিউডের শাহেনশা 'বিগ বি' নয়। তিনি যেমন অভিনয়ে হাত পাকিয়ে সারা বিশ্বে খ্যাতি কুড়িয়েছেন, তেমনই এই অমিতাভ বচ্চন ওরফে হাজী আবদুল্লা জাল কারবারে সিদ্ধহস্ত।

কেরলের কাসারগোড়ে এলাকার বাসিন্দা এই হাজি আবদুল্লা সংযুক্ত আরব আমিরশাহী জুড়ে জাল নোটের কারবার চালায়। অপরাধ জগতে সে 'অমিতাভ বচ্চন' নামে পরিচিত।

'অমিতাভ বচ্চন'কে ভারতের হাতে তুলে দিল সংযুক্ত আরব আমিরশাহী


অপরাধীরা অনেকেই পরিচিত সেলেবসদের নামে আন্ডারওয়ার্ল্ডে নিজেদের নাম রাখেন। এতে পুলিশও চট করে তাদের নাগাল পায় না। পুলিশের চোখে ধোঁকা দিয়ে এটা বহু পুরনো অথচ মোক্ষম পদ্ধতি। ইন্ডিয়ান মুজাহিদিনের হয়ে কাজ করা সন্ত্রাসবাদী রিয়াজ ভাটকল ও ইয়াসিন ভাটকল 'শাহরুখ খান' নামে আন্ডারওয়ার্ল্ডে পরিচিত।

জানা গিয়েছে, এদিন হাজি আবদুল্লাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় সিলমোহর পড়েছে। খুব তাড়াতাড়ি তাকে ভারতে নিয়ে আসা হবে।

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে হাজি আবদুল্লাকে দেশে নিয়ে আসা একটি গুরুত্বপূর্ণ সাফল্য। কারণ ভারতে জাল নোট ছড়িয়ে হাজির মতো অপরাধীদের বিশেষ হাত ছিল। দেশে নিয়ে এসে হাজিকে জেরা করে এই সম্পর্কে আরও নানা গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে বলে আশা করছেন এনআইএ আধিকারিকরা।

English summary
"Amitabh Bachchan" to be extradited from UAE
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X