For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্থিক কেলেঙ্কারি বিতর্কে মুখ খুললেন অমিতাভ বচ্চন, কী বললেন তিনি

পানামা পেপার্সের পর প্যারাডাইস পেপার্সে নাম জড়িয়েছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের। নিজের নাম বারবার এমন ঘটনায় জড়িয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন বিগ বি।

  • |
Google Oneindia Bengali News

পানামা পেপার্সের পর প্যারাডাইস পেপার্সে নাম জড়িয়েছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের। নতুন গোপন আর্থিক দুর্নীতিই বলা যেতে পারে একে। বিপুল সম্পদ লুকিয়ে অন্যত্র সরিয়ে যারা আয়কর ফাঁকি দিয়েছেন, তাদের নাম ফাঁস করা হয়েছে প্যারাডাইস পেপার্সে। অভিযোগ এমনটাই। এই প্রেক্ষিতে না হলেও নিজের নাম বারবার এমন ঘটনায় জড়িয়ে যাওয়া নিয়ে মুখ খুলেছেন অমিতাভ।

[আরও পড়ুন:পানামা-র পর এবার প্যারাডাইস পেপার্স ফাঁস করল ৭১৪জন ভারতীয়র লুকোনো সম্পদের তথ্য, রয়েছেন তাবড় সেলেবসরা][আরও পড়ুন:পানামা-র পর এবার প্যারাডাইস পেপার্স ফাঁস করল ৭১৪জন ভারতীয়র লুকোনো সম্পদের তথ্য, রয়েছেন তাবড় সেলেবসরা]

আর্থিক কেলেঙ্কারি বিতর্কে মুখ খুললেন অমিতাভ বচ্চন, কী বললেন তিনি

প্যারাডাইস পেপার্সে নাম জড়ানোর আগে বোফর্স কেলেঙ্কারি, পানামা পেপার্স, মুম্বইয়ে অবৈধ নির্মাণে নাম জড়িয়েছে অমিতাভের। রবিবার নিজের ব্লগে এসব ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে বিগ বি লেখেন, আমরা এই বয়সে এবং এই সময়ে দাঁড়িয়ে এত গুরুত্ব ও প্রচার আমি চাই না। শান্তি চাই। যাতে জীবনের শেষ কয়েকটা বছর নিজের হয়ে নিজের মতো করে বাঁচতে পারি। আমি উপাধি চাই না, গুণগান চাই না। আমি তার যোগ্য নই।

[আরও পড়ুন:প্যারাডাইস পেপার্স কী, কারা ফাঁসল বিশ্বজুড়ে, ভারতে কাদের নিয়ে হইচই, জানুন বিস্তারিত][আরও পড়ুন:প্যারাডাইস পেপার্স কী, কারা ফাঁসল বিশ্বজুড়ে, ভারতে কাদের নিয়ে হইচই, জানুন বিস্তারিত]

মুম্বইয়ের গুরগাঁওয়ে একটি অবৈধ নির্মাণ নিয়ে বৃহন্মুম্বই পুরসভা অমিতাভকে নোটিশ দিয়েছে। যদিও সেই ঘটনা অমিতাভের আইনজীবী অস্বীকার করেছেন। নিজের ব্লগে এই সমস্ত ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ পেয়েছে বিগ বি-র লেখায়। আপাতত চুপ থাকাই শ্রেয় মনে করছেন তিনি।

অমিতাভ লিখেছেন, বছরের পর বছর ধরে মিথ্যা অভিযোগ সহ্য করে আসতে হয়েছে। তার মধ্যে একটি থেকে ২৫ বছর পরে আমরা মুক্তি পাই। তবে এত বছরের যন্ত্রণার দাম কে দেবে? দায়িত্বশীল নাগরিক হিসাবে প্রতিটি মুহূর্তে আমরা আচরণ করেছি। প্রয়োজনে ভবিষ্যতেও করব। আবেগতাড়িত হয়ে নিজের ব্লগে লিখেছেন অমিতাভ। এবার প্যারাডাইস পেপার্স নিয়ে কী বলেন, সেটাই দেখার।

English summary
Amitabh Bachchan speaks up on scandals before Paradise papers leak comes up
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X