For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অমিতাভ বচ্চন, রজনীকান্ত

Google Oneindia Bengali News

মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অমিতাভ বচ্চন, রজনীকান্ত
নয়াদিল্লি, ২৪ মে : ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যেমন থাকবেন দেশ ও বিদেশের রাজনৈতিক মহলের তারকারা। তেমনই মোদীর শপথবাক্য পাঠের সময় দর্শকাসনে দেখা যেতে পারে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, বলিউডের হেভিওয়েট অমিতাভ বচ্চন, সলমন খান, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে। বিজেপির দলীয় সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যে সোমবারের অনুষ্ঠানের জন্য তাদের আমন্ত্রণ পাঠানো হয়ে গিয়েছে।

এদিনের অনুষ্ঠানের জন্য মোট ২,৫০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। নরেন্দ্র মোদী ২৬ মে সোমবার সন্ধ্যে ৬টায় রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পাঠ করবেন।

মোদীর শপথবাক্য অনুষ্ঠানে লোকসভা এবং রাজ্যসভার সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। সদস্যদের সংখ্যাই শুধু ৭৭৭। রাষ্ট্রপতি ভবন থেকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী সদস্যরা তাঁদের স্বামী বা স্ত্রীকে এই অনুষ্ঠানে নিয়ে আসতে পারবেন না।

প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এবং প্রতিভা পাটিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর ক্যাবিনেটর কয়েকজন সদস্যদের নিয়ে উপস্থিত থাকবেন নয়া প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে।

নরেন্দ্র মোদীর মা হীরাবেন এবং তাঁর তিন ভাইকেও আমন্ত্রণ জানানো হয়েছে। হীরাবেন শারীরিক কারণবশত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট খবর পাওয়া যায়নি। তবে ভাইদের অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী তাঁর ২০ জন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারেন। সেখানে অন্যান্য মন্ত্রীরা প্রত্যেকে নিজেদের সর্বোচ্চ ৪ জন অতিথিকে আমন্ত্রণ জানাতে পারেন। গুজরাতের বেশ কয়েকজন বিজেপি নেতাও এগিনের অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সঙ্ঘ পরিবারের সুরেশ সোনি অনুষ্ঠানে থাকতে পারেন।

বিজেপির আমন্ত্রিতের তালিকায় যেখানে রয়েছেন ১,২৫০ জন, সেখানে বাকি ১,২৫০ জনই রাষ্ট্রপতির নিমন্ত্রিত। এনডিএ জোটের সমস্ত মুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে।

এই প্রথম সার্কের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। নওয়াজ শরিফ আসবেন কি না সে নিয়ে এখনও কোনও খবর নেই পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কাছে। ওয়েবসাইটেও নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান লাইভ দেখা যাবে।

English summary
Amitabh Bachchan, Rajinikanth invited to Modi's swearing in
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X