For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্ম-বিভূষণ সম্মানে ভূষিত অমিতাভ বচ্চন, দিলীপ কুমার

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৮ এপ্রিল : এদিন রাষ্ট্রপতি ভবনে দেওয়া হল এবছরের পদ্ম সম্মান। সেখানে প্রচারের সব আলো কেড়ে নিলেন এবছর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

রাষ্ট্রপতি ভবনে পদ্ম প্রাপকদের হাতে সম্মান তুলে দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও লালকৃষ্ণ আদবানি সহ বিভিন্ন জগতের বিশিষ্টরা।

পদ্ম-বিভূষণ সম্মানে ভূষিত অমিতাভ বচ্চন, দিলীপ কুমার


আজ বিভিন্ন ক্ষেত্রে সফল ৬০ জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। এদিন পদ্ম-সম্মানে ভূষিত হলেন ইসলামের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদের বংশধর করিম আগা খান। শিল্পজগতে তাঁর অবদানের জন্য পদ্মবিভূষণ পেলেন তিনি। এছাড়াও আর এক কিংবদন্তি বলিউড অভিনতা দিলীপ কুমারকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়। তবে, শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি।

এর আগে ১৯৮৪তে পদ্মশ্রী এবং ২০০১-এ পদ্মভূষণ পেয়েছেন অমিতাভ বচ্চন। আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন তাঁর পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য আর মেয়ে শ্বেতা। অমিতাভ ছাড়াও চলচ্চিত্র জগত থেকে এদিন পদ্মভূষণ পুরস্কার পান অসমের বিখ্যাত চলচ্চিত্র-নির্মাতা জহ্নু বড়ুয়া। এছাড়া বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন পান পদ্মশ্রী সম্মান।

গত ৩০ মার্চ ৪৩ জনের হাতে এই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি। ১০৪ জন পদ্ম প্রাপকদের মধ্যে ৯ জন পদ্মবিভূষণ, ২০ জন পদ্মভূষণ এবং ৭৫ জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে।

English summary
Amitabh Bachchan, Dilip Kumar conferred with Padma Vibhushan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X