For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'এক দেশ এক ভোট' কি এবার লাগু হতে চলেছে! আইন কমিশনকে চিঠি অমিত শাহের

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সারা দেশে একটাই নির্বাচন করতে আইন কমিশনকে চিঠি দিয়ে লড়াই করার ডাক দিলেন।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই ভারতের নির্বাচন কমিশন সারা দেশে আলাদা নির্বাচন না করে একটি নির্বাচন করার পক্ষে প্রস্তাব দিয়েছে। এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সারা দেশে একটাই নির্বাচন করতে আইন কমিশনকে চিঠি দিয়ে লড়াই করার ডাক দিলেন।

এক দেশ এক ভোট কি এবার লাগু হতে চলেছে

গত ১৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের আলোচনায় এই প্রসঙ্গ তুলে ধরেন ও সারা দেশে এই নিয়ে যাতে গঠনমূলক বিতর্ক হয় তার আহ্বান জানান। লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোট একবারে হলে তাতে সবদিকে সাশ্রয় হবে বলেই ইঙ্গিত দেন মোদী।

২০২৪ সাল থেকে একসঙ্গে করে লোকসভা ও বিধানসভা ভোট করার জন্য নীতি আয়োগ গতবছরে সুপারিশ করে। আই কমিশনের এই নিয়ে তৈরি খসড়ার নাম 'সাইমলটেনাস ইলেকশনস কনস্টিটিউশনাল অ্যান্ড দ্য লিগাল রিপ্রেজেন্টেশন অব পিপলস অ্যাক্ট, ১৯৫০'। এতে এক দেশ এক ভোট নিয়ে নানা প্রস্তাবনা দেওয়া হয়েছে।

কংগ্রেসের তরফে এই ভাবনাকে নস্যাৎ করা হয়েছে। বিরোধী বাম বা তৃণমূল কেউই এই এক দেশ এক ভোটের ভাবনাকে আমল দেয়নি। সংসদীয় গণতন্ত্র বিরোধী বলে ব্যাখ্যা করেছে। যদিও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবরা এই প্রস্তাবের সমর্থনে মুখ খুলেছেন।

এদিন অমিত শাহ যে চিঠি আইন কমিশনকে পাঠিয়েছেন তাতে বলেছেন, নির্বাচনের ঘোষণা হতেই আচরণবিধি লাগু হয়ে যায়। কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। তাছাড়া লোকসভা ও বিধানসভা ভোটের মধ্যে কোনও মিল নেই। দুটিতে আলাদা অ্যাজেন্ডায় ভোট হয়। তাই ভোটারদের ভাবনাকে সম্মান জানানো উচিত।

অমিত শাহের চিঠি দলের নেতা ভূপেন্দ্র যাদব আইন কমিশনে গিয়ে আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন। ২০১৪ সালে ৪ হাজার কোটি টাকা খরচ হয়েছিল। একসময়ে ভোট করলে অনেকটা খরচ বাঁচানো যাবে বলেই শাহ চিঠিতে জানিয়েছেন।

English summary
Amit Shah writes to Law Commission batting for 'One Nation, One Poll'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X