For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোমবার সংসদে পেশ নাগরিকত্ব সংশোধনী বিল! উত্তরপূর্বের জন্য থাকতে পারে বেশ কিছু 'সুবিধা'

সোমবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই দিনেই বিলটি নিয়ে ভোটাভুটি করা হবে, জানাচ্ছে লোকসভার ওয়েবসাইট।

  • |
Google Oneindia Bengali News

সোমবার সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই দিনেই বিলটি নিয়ে ভোটাভুটি করা হবে, জানাচ্ছে লোকসভার ওয়েবসাইট।

উত্তর পূর্বের জন্য ইতিবাচক বার্তা

উত্তর পূর্বের জন্য ইতিবাচক বার্তা

অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, যিনি বিলটি নিয়ে অমিত শাহ এবং উত্তরপূর্বের নেতাদের মধ্যে সংযোগ রক্ষা করছেন, বলেছেন, সোমবার লোকসভায় বিল পেশের আগে অমিত শাহের ভাষণ তাদের এলাকার জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।

প্রত্যেক গোষ্ঠীর মনজয় করতে চান শাহ

প্রত্যেক গোষ্ঠীর মনজয় করতে চান শাহ

সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহ সংসদে বেশ কিছু প্রতিশ্রুতি রাখতে পারেন বিলটি নিয়ে। উত্তর পূর্বের মানুষদের জন্য আইনি এবং বিচারবিভাগ সংক্রান্ত বেশ কিছু প্রস্তাব থাকতে পারে। হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, তিনি অসমের প্রত্যেক গোষ্ঠীর মন জয় করতে চান।

 ছটি ওবিসি গোষ্ঠীকে দেওয়া হতে পারে আদিবাসীর তকমা

ছটি ওবিসি গোষ্ঠীকে দেওয়া হতে পারে আদিবাসীর তকমা

অমিত শাহ উত্তরপূর্বের মন রাখতে অসমের ছটি ওবিসি গোষ্ঠীকে আদিবাসী বলে ঘোষণা করতে পারেন।

 আশার থেকে কম বিক্ষোভ

আশার থেকে কম বিক্ষোভ

হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিলে নিয়ে তারা যেরকম বিক্ষোভ হবে বলে মনে করেছিলেন, ততটা হয়নি। এজন্য তিনি অমিত শাহকেই ধন্যবাদ জানিয়েছেন। কেননা গত কয়েক সপ্তাহ ধরে অমিত শাহ এলাকার মানুষদের সঙ্গে সংযোগ রক্ষা করে চলেছেন।

'এনকাউন্টারই হবে, মহিলাদের দিকে কুদৃষ্টি দিলে চোখ উপড়ে নেব', তেলাঙ্গানা প্রসঙ্গে মুখ খুললেন মন্ত্রী'এনকাউন্টারই হবে, মহিলাদের দিকে কুদৃষ্টি দিলে চোখ উপড়ে নেব', তেলাঙ্গানা প্রসঙ্গে মুখ খুললেন মন্ত্রী

English summary
Amit Shah will introduce Citizenship Amendment Bill 2019 on Devember 9 in the parliament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X