For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীনগরে অমিত শাহের মনোনয়ন পেশ! রোড শো-তে যোগ দিতে হাজির বিজেপি-এনডিএ-র অনেকেই

শনিবার গান্ধীনগর থেকে নিজের মনোনয়ন দাখিল করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও থাকবেন এনডিএ-র প্রতিনিধিরা।

  • |
Google Oneindia Bengali News

শনিবার গান্ধীনগর থেকে নিজের মনোনয়ন দাখিল করবেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্ব ছাড়াও থাকবেন এনডিএ-র প্রতিনিধিরা। বর্তমানে অমিত শাহ রাজ্যসভার সদস্য। তিনি এবারই প্রথম লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। মনোনয়ন পেশের আগে আহমেদাবাদে রোড শো করবেন তিনি।

গান্ধীনগরে অমিত শাহের মনোনয়ন পেশ! রোড শো-তে যোগ দিতে হাজির বিজেপি-এনডিএ-র অনেকেই

সূত্রের খবর অনুযায়ী, এ দিনের রোড শোতে অমিত শাহের সঙ্গী হবেন, রাজনাথ সিং এবং নীতীন গড়কড়ি। মনোনয়ন পেশের সময়ও তাঁরা উপস্থিতি থাকবেন। এছাড়াও শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারে, পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ান।

তবে এতদিন গান্ধীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসা লালকৃষ্ণ আডবাণীকে এদিনের অনুষ্ঠানে দেখা যাবে না বলেই জানা গিয়েছে।

বিজেপিতে নরেন্দ্র মোদীর পরেই ক্ষমতাশালী হিসেবে যে অমিত শাহই, তা দেখাতে এদিনের রোড শো এবং মনোনয়ন দাখিলের অনুষ্ঠানে বিজেপি ও এনডিএ নেতার উপস্থিতি বলে সূত্রের খবর। আহমেদাবাদের নারাণপুরার সর্দার প্যাটেলের মূর্তি থেকে শুরু হয়ে ঘাটলোদিয়ার পাতিদার চক এই চার কিমি রোড শো করবেন অমিত শাহ। জানিয়েছেন গুজরাত বিজেপির সভাপতি জিতু ভাগানি।

গান্ধীনগর থেকে দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন লালকৃষ্ণ আডবাণী। তিনি প্রথমবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ১৯৯১ সালে। কংগ্রেসের জিআই প্যাটেলকে প্রায় ১.২৫ লক্ষ ভোটে পরাজিত করে। ২০১৪-র নির্বাচনে আডবাণী এই আসন থেকে জিতেছিলেন প্রায় চারলক্ষ ভোটে।

গুজরাতের ২৬ টি লোকসভা আসনে নির্বাচন ২৩ এপ্রিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল।

English summary
Amit Shah will file his nomination from Gandhinagar on Saturday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X