For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁথি-তে আজ অমিত শাহ, হুগলি-র দুই সভায় বিপ্লব ও গিরিরাজ

গণতন্ত্র বাঁচাও জনসভা নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। যে কোনও স্থানে সভার অনুমতি পেতে কালঘাম ছুটে যাচ্ছে রাজ্য বিজেপি-র। মালদহে তীব্র জমি বিতর্কের মধ্যে দিয়ে কোনওমতে অমিত শাহর সভা অনুষ্ঠিত হয়েছিল।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

গণতন্ত্র বাঁচাও জনসভা নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। যে কোনও স্থানে সভার অনুমতি পেতে কালঘাম ছুটে যাচ্ছে রাজ্য বিজেপি-র। মালদহে তীব্র জমি বিতর্কের মধ্যে দিয়ে কোনওমতে অমিত শাহর সভা অনুষ্ঠিত হয়েছিল। ঠিক একই অবস্থার সম্মুখিন কাঁথিতেও হয়। অমিত শাহর সভা কীভাবে হবে সেই নিয়ে ২৮ তারিখ রাত পর্যন্ত টানাপোড়েন চলছিল। শেষমেশ ২৯ জানুয়ারি সকালে মোটামুটি নিশ্চিন্ত হতে পেরেছে বিজেপি। কারণ, কাঁথির স্টেশন লাগোয়া মাঠে যে ৪০ বিঘা জমিতে অমিত শাহ-র সভা হচ্ছে তাতে সম্মতি দিয়েছেন অধিকাংশ জমি মালিক। ফলে, এদিন বিকেল ৩টায় কাঁথিতে সভা করতে চলেছেন অমিত শাহ।

সভা নিয়ে কাটল জট, তবু বিতর্কের শেষ নেই

কাঁথিতে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যে ৪০ বিঘা জমিতে সভা করছেন তাতে মোট ১৫ জন মালিক। প্রথমে এই ১৫ মালিকদের মধ্যে মাত্র ৬ জন সভার অনুমতি দিয়েছিলেন। যার ফলে অত্যন্ত্য একটা ছোট মঞ্চ গড়েই অমিত শাহ-র সভা করতে নামতে হয় বিজেপি-কে। সাধারণত অমিত শাহ-র মতো একজন সর্বোচ্চ শীর্ষনেতার সভার জন্য বড় ধরনের মঞ্চ করা হয়। কিন্তু, কাঁথিতে জনসভার জমির অভাবে তা সম্ভব হয়নি। মঞ্চ বাঁধা হলেও জনসভায় আসা মানুষদের বসার ব্যবস্থা কীভাবে করা হবে তা নিয়ে জটিলতা তৈরি হয় ৯ জমি মালিকের আপত্তিতে।

সভা নিয়ে কাটল জট, তবু বিতর্কের শেষ নেই

বিজেপি জমি মালিকদের ভাড়া বাবদ একটা অর্থ এবং জমি- পিছু ক্ষতিপূরণের অঙ্ক দেওয়ার কথা বলেছিল। কিন্তু , ৯ জমি মালিক পরে এই চুক্তিতে আপত্তি জানিয়ে জমি দিতে অস্বীকার করেন। শেষমেশ ২৮ জানুয়ারি রাতে ৯ জমি মালিকের মধ্যে ৬ জনকে রাজি করাতে সমর্থ হয় বিজেপি। ফলে মোট ১২ জন জমি মালিকের সম্মতি পেয়ে যায় বিজেপি। যার জন্য অমিত শাহর-র সভা নিয়ে জটিলতা অনেকটাই কেটে যায়।

সভা নিয়ে কাটল জট, তবু বিতর্কের শেষ নেই

বিজেপি সূত্রে খবর যে ৩ জন জমি মালিক এখনও আপত্তি করছেন তাঁদের জমিতে জনসভার সভার জন্য কোনও বাঁশের খুঁটি বা নির্মাণ করা হয়নি। ১২ জন জমি মালিকের জমিতেই যাবতীয় বাঁশের নির্মাণ হয়েছে। তবে, রাজ্য বিজেপি আপত্তি জানানো জমি মালিকদের জানিয়ে দিয়েছে সভায় আসা লোকজনের জন্য তাদের জমিতে কোনও ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এদিকে, কাঁথিতে অমিত শাহ-র হেলিকপ্টার নামা নিয়ে জটিলতা বজায়ই আছে। কোনও একটা এলাকায় হেলিকপ্টার নামতে স্থানীয় জেলাশাসকের অনুমতি পত্র লাগে। পাইলট এই অনুমতি পত্র দেখতে চান। পূর্ব মেদিনীপুর প্রশাসন এমন কোনও অনুমতি পত্র দিতে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, অ্যাডভান্সড সিকিউরিটি-র জন্য যে অনুমতি পত্র দেওয়া আছে তাতেই কাজ হবে। যদিও, সূত্রে খবর ওড়িশা থেকে হেলিকপ্টারে সরাসরি কাঁথি না এসে কলাইকুণ্ডায় নামতে পারেন অমিত শাহ, এরপর সেখান থেকে সড়কপথে কাঁথিতে আসবেন। এখন পর্যন্ত যা সূচি তাতে কাঁথির জনসভায় অমিত শাহ-র বক্তব্য রাখার কথা বিকেল ৩টায়। সভায় পৌঁছনো নিয়ে জটিলতার জন্য এই সময়টা একটু পিছোতে পারে বলেই মনে করছে রাজ্য বিজেপি।

অমিত শাহ-র সভা ছাড়াও হুগলিতে এদিন দুটি সভা আছে বিজেপি-র। শ্রীরামপুরে সভা করবেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। অন্যদিকে, আরামবাগে সভা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আরামবাগে-ও বিজেপি -র সভা নিয়ে জটিলতা তৈরি হয়। শেষমেশ রেলের জমি-তে সভা সরিয়ে নিয়ে যেতে হয়েছে বিজেপি-কে।

English summary
Amit Shah will do a public meeting in Contai today but Police has not given the formal permission to this rally. BJP has more two public meeting today in Sreerampore and Arambag.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X