For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তেইশের বিধানসভা ভোটের আগে সাবধানী বিজেপি, এক বছর আগেই গেম-প্ল্যান বোঝাবেন শাহ

তেইশের বিধানসভা ভোটের আগে সাবধানী বিজেপি, এক বছর আগেই গেম-প্ল্যান বোঝাবেন শাহ

Google Oneindia Bengali News

বাইশে পাঁচ রাজ্যের ভোট শেষ। এবার লক্ষ্য ২০২৩-এর বিধানসভা নির্বাচনে। তেইশের একেবারে শুরুতেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। তার এক বছর আগে থেকেই ওয়ার্ম আপ শুরু করে দিল বিজেপি। ত্রিপুরাকে এবার টার্গেট করেছে তৃণমূল। তাঁরা একুশের পর থেকেই ত্রিপুরায় সাংগঠনিক বিস্তার শুরু করে। বিজেপি এবার নামল ওয়ার্ম আপে।

ত্রিপুরা বিজেপিকে দিক-নির্দেশনা দেবেন শাহ

ত্রিপুরা বিজেপিকে দিক-নির্দেশনা দেবেন শাহ

৯ মার্চ বুধবার চার বছর পূর্তি হবে ত্রিপুরার বিজেপি সরকারের। সেই উপলক্ষে ত্রিপুপরার রাজধানী আগরতলায় বিশাল সমাবেশ করতে চলেছে বিজেপি। সেই সমাবেশ থেকেই এক বছর পরে বিধানসভার ভোটযুদ্ধের ওয়ার্ম আপ শুরু হবে। ওইদিন বিজেপির ডাকে আস্তাবল ময়দানে সমাবেশ। সেই সমাবেশে উপস্থিত থাকবেন অমিত শাহ। তিনি ত্রিপুরা বিজেপিকে দিক-নির্দেশনা দেবেন।

২০২৩-এর ভোটের আগে সংশয়ে বিজেপি

২০২৩-এর ভোটের আগে সংশয়ে বিজেপি

ত্রিপুরায় ২০১৮ সালোর ভোটে জিতে প্রথমবার ক্ষমতায় এসেছিল বিজেপি। এবার সেই আসন ধরে রাখাই চ্যালেঞ্জ তাদের। ইতিমধ্যে তৃণমূল প্রবেশ করেছে বাংলাভাষী রাজ্য ত্রিপুরায়। তাঁরা সম্প্রতি পুরসভা নির্বাচনেও অংশ নিয়েছিল। কিন্তু পুর নির্বাচনে বিজেপির দাপটের সামনে ফুৎকারে উড়ে গিয়েছে তারা। তবুও ২০২৩-এর ভোটের আগে সংশয় যাচ্ছে না বিজেপির।

সুদীপের কংগ্রেসে যোগদানে ব্যাকফুটে তৃণমূল

সুদীপের কংগ্রেসে যোগদানে ব্যাকফুটে তৃণমূল

তৃণমূল কংগ্রেস ত্রিপুরা রাজ্যে পা দেওয়ার পর মাত্র তিন-চার মাসেই প্রায় ২০ শতাংশ ভোটব্যাঙ্ক তৈরি করেছে। তারা কংগ্রেস ও বিরোধী দলগুলিকে ভেঙে সংগঠন বাড়াতেও সিদ্ধহস্ত। কিন্তু সম্প্রতি বিজেপি ভেঙে সুদীপ রায় বর্মন সদলবলে যোগ দেন কংগ্রেসে। রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করেছিল সুদীপ রায় বর্মন তাঁর গোষ্ঠীর বিধায়ক-নেতাদের নিয়ে যোগ দিতে পারেন তৃণমূলে। কিন্তু তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পর তৃণমূল খানিকটা পিছু হটে।

এবার ত্রিপুরায় লড়াই হতে পারে চতুর্মুখী

এবার ত্রিপুরায় লড়াই হতে পারে চতুর্মুখী

কংগ্রেস ও তৃণমূলের মধ্যে লড়াইয়ে বিজেপি স্বস্তি অনুভব করলেও, শাসক শিবির বিশেষভাবে চিন্তিত দলের ভাঙন নিয়ে। বিশেষ করে, যাঁদের যোগদান বিজেপিকে ক্ষমতা দখলের পথ প্রশস্ত করেছিল, সেই সুদীপ রায় বর্মন বিজেপি থেকে বেরিয়ে যাওয়া বিজপি চিন্তিত। পরিস্থিতি যা এবার ত্রিপুরায় লড়াই হতে পারে চতুর্মুখী।

ত্রিপুরায় শক্তি প্রদর্শন করতে চাইছে বিজেপি

ত্রিপুরায় শক্তি প্রদর্শন করতে চাইছে বিজেপি

তাই আগে থেকেই ত্রিপুরা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে বিজেপি। ২০২১-এ আস্তাবল ময়দানে ত্রিপুরার বিজেপি সরকারের তিন বছর পূর্তি হিসেবে সভা হয়েছিল সরকারি উদ্যোগে। এবার সভা হচ্ছে শাসক দল বা সরকারি দল বিজেপির উদ্যোগে। বিজেপি এবার সমাবেশ করে ত্রিপুরায় শক্তি প্রদর্শন করতে চাইছে। সেইসঙ্গে বিজেপির চলার পথ ঠিক করে দিতে চাইছেন অমিত শাহ।

সিপিএমকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে বিজেপি

সিপিএমকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে বিজেপি

কিছুদিন আগেই আস্তাবল ময়দানে প্রধান বিরোধী দল সিপিএম বিরাট সমাবেশ করে নিজেদের শক্তি প্রদর্শন করেছিল। সেদিনের সভাকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে বিজেপি। ত্রিপুরায় আগামী বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হয়ে গেল একপ্রকার। অমিত শাহ আগরতলা পৌঁছে ত্রিপুরাসুন্দরী মন্দিরে পুজো দেবেন। তারপর তিনি যাবেন আস্তাবল ময়দানে। সমাবেশে ভাষণ দেওয়ার পর আনন্দনগরে বেশ কিছু সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

 মমতার ইশারায় মহিলা বিধায়করা হেনস্থা করেছেন ধনখড়কে! রাজ্যপালের ভাষণে না থাকা বিষয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু মমতার ইশারায় মহিলা বিধায়করা হেনস্থা করেছেন ধনখড়কে! রাজ্যপালের ভাষণে না থাকা বিষয় নিয়ে বিস্ফোরক শুভেন্দু

English summary
Amit Shah will decided the way of politics in Tripura before 2023 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X