চাণক্য চালে কুপোকাত প্রশান্ত কিশোর? তামিল রাজনীতিতে গেরুয়া রেখা আঁকলেন অমিত শাহ
বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২১ সালে। এবং সেখানেও বিজেপি বিরোধী শক্তির মস্তিষ্ক হয়ে রয়েছেন প্রশান্ত কিশোর। করুণানিধির ছেলে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে-এর হয়ে ভোট কৌশল সাজাচ্ছেন প্রশান্ত কিশোর। তবে সেই লড়াইতে প্রথমেই ধাক্কা খেয়েছেন পিকে। দলকে সঙ্গবদ্ধ করার আগেই পরিবারে ভাঙন দেখা দিয়েছে।

বিজেপিতে যোগ আলাগিরি ঘনিষ্টের
প্রসঙ্গত, অমিত শাহ চেন্নাইতে পা রাখার আগেই করুণানিধির বড় ছেলে এমকে আলাগিরির ঘনিষ্ট বলে পরিচিত কেপি রামলিঙ্গম বিজেপিতে যোগ দেন। এবং যোগ দিয়েই তিনি জানিয়ে দেন যে তিনি এমকে আলাগিরিকে তিনি বিজেপিতে আনবেন। যা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে তামিল রাজনৈতিক আঙিনায়।

এনডিএ জোট অটুট তামিলনাড়ুতে
এদিকে এই পরিস্থিতিতে আরও একটি ক্ষেত্রে স্বস্তি ফিরেছে গেরুয়া শিবিরে। পুরোনো শরিক এআইএডিএমকে এদিন অমিত শাহর উপস্থিতিতে জানিয়ে দিল যে আগামী বছরের বিধানসভায় বিজেপির সঙ্গে জোট অটুট থাকতে চলেছে তাদের। প্রসঙ্গত, গত কয়েক মাসে বিভিন্ন ক্ষেত্রে দূরত্ব বেড়েছিল দুই শরিক দলের। এরই মাঝে বিভিন্ন রাজ্যে শরিকদের হারিয়েছে বিজেপি। এরই মাঝে এই জোট অটুট রাখতে পারা বিজেপির কাছে এক বড় জয়। এদিন উপমুখ্যমন্ত্রী পনিরসেলভাম নিজে বিজেপি-এআইএডিএমকে জোট অটুট থাকার ঘোষণা করেন।

২০২৬ সালের নির্বাচনকে মাথায় রেখে পা ফেলছে বিজেপি
এদিকে বিজেপি তামিলনাড়ুকে পাখির চোখ করলেও সেখানে ধীরে চলা নীতি নিয়েছে। ২০২১ সালের নির্বাচনে বিজেপি তাই এআইএডিএম-কে সঙ্গে নিয়েই লড়তে চাইছে। তবে পরবর্তীতে ২০২৬ সালের নির্বাচনকে মাথায় রেখে তামিল রাজনীতিতে পদ্ম ফোটাতে উদ্যত গেরুয়া শিবির।

ফেল প্রশান্ত কিশোর
আগামী বছরের মে মাসে ভোট হবে তামিলনাড়ুতে। তার আগে শোনা যাচ্ছে, করুণানিধির বড় ছেলে এম কে আলাগিরি নতুন দল গড়তে পারেন। সেজন্য তাঁকে বিজেপি সাহায্য করবে। জানা গিয়েছে, আলাগিরি বিজেপির শীর্ষ নেতা অমিত শাহের সঙ্গেও দেখা করতে পারেন। এদিকে ডিএমকে-তে এই ভাঙন স্ট্যালিনের ক্ষেত্রে কতটা বড় ধাক্কা, তা এখনও স্পষ্ট নয়।

প্রশান্ত কিশোরের ক্ষমতার উপর ফের প্রশ্ন উঠেছে
তবে আলাগিরি নিয়ে তামিলনাড়ু রাজনীতিতে যে ঝড় উঠেছে, তাতে প্রশান্ত কিশোরের ক্ষমতার উপর ফের প্রশ্ন উঠেছে। বাংলায় যেভাবে তৃণমূলে ভাঙন রুখতে ব্যর্থ হচ্ছেন প্রশান্ত কিশোর, সেই একই ভাবে, তামিলনাড়ুতেও ব্যর্থ টিম পিকে। আলাগিরি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ না দিলেও প্রশান্ত কিশোর যে এই পরিস্থিতি ঠিক ভাবে সামাল দিতে পারেননি, তা স্পষ্ট। এদিকে তামিলনাড়ুতে ডিএমকে-র শরিক কংগ্রেসও টিম পিকে নিয়ে অসন্তুষ্ট বলে সূত্রের খবর।

অমিত শাহর সফরে গেরুয়া ঝড়ের ইঙ্গিত
এদিকে এদিন চেন্নাইতে অমিত শাহর সফরের শুরুতেই তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য বহু সংখ্যক বিজেপি সমর্থক জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। প্রোটোকল ভেঙে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাতে গিয়েছিলেন। উপমুখ্যমন্ত্রী পনিরসেলভাম সহ আরও কয়েকজন মন্ত্রী এবং রাজ্যের বিজেপি এল মুরুগনও বিমানবন্দরে গিয়েছিলেন।

চাণক্য চালে রক্ষা পেল বিজেপি
উল্লেখ্য, সম্প্রতি 'ভেত্রি ভেল যাত্রা' নিয়ে এডিএমকে-র সঙ্গে বিজেপির সংঘাত বাধে। বিজেপি ৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মুরুগা দেবের আরাধনায় ভেত্রি ভেল যাত্রা করতে চেয়েছিল। কোভিড সংকটের মধ্যে এআইএডিএমকে সরকার সেই যাত্রার অনুমতি দেয়নি। বিজেপি তখন অভিযোগ করে, কোনও কোনও দল হিন্দুবিরোধী মানসিকতা থেকে এই যাত্রায় বাধা দিয়েছে। তবে অমিত শাহর সফরে সেই বিতর্কে আপাতত জল ঢালা সম্ভব হল।
নিজের নাক কেটে মমতার যাত্রাভঙ্গ ওয়েইসির? বাংলায় বিজেপির 'ভোট ব্যাঙ্কে ডিপোজিট' শুরু!