For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে বিজেপি একাই সরকার গড়তে পারে, শিবসেনাকে চমকে রাখলেন অমিত

মহারাষ্ট্র নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে রাজ্যে দুই তৃতীয়াংশ আসন পাবে এনডিএ।

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে রাজ্যে দুই তৃতীয়াংশ আসন পাবে এনডিএ। পাশাপাশি শিবসেনাকে বার্তা দিতে তিনি এও বলেছেন, বিজেপি নিজেই সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অমিত শাহ বলেছেন, সংখ্যাটা এখন বলতে না পারলেও, বিজেপির আসন সংখ্যা আগের বারের থেকে বাড়বে বলেও মনে করছেন অমিত শাহ।

২০১৪-র নির্বাচন

২০১৪-র নির্বাচন

২০১৪ সালের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা আলাদা করে লড়াই করেছিল। ২৮৮ টি আসনের মধ্যে বিজেপি একাই দখল করেছিল ১২২ টি আসন। যা অর্ধেক আসনের থেকে ২২ টি কম ছিল। আর শিবসেনা পেয়েছিল ৬৩ টি আসন।

২০১৯-এর নির্বাচন

২০১৯-এর নির্বাচন

এবারের নির্বাচনে মহারাষ্ট্রের তিন দশকের জোটে বিজেপি সিনিয়র পার্টনার হিসেবে লড়াই করছে। ১৬৪ টি আসনে লড়াই করে বিজেপি কি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পাবে, এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন অসম্ভব নয়।

শিবসেনাকে উপমুখ্যমন্ত্রী পদ

শিবসেনাকে উপমুখ্যমন্ত্রী পদ

শিবসেনা ইতিমধ্যেই মহারাষ্ট্রে উপ মুখ্যমন্ত্রীর পদ দাবি করেছে। এপ্রসঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, সহযোগীকে সেই পদ দিতে দল খোলা মনে তা বিচার করবে।

দেবেন্দ্র ফড়নবিশই পরবর্তী মুখ্যমন্ত্রী

দেবেন্দ্র ফড়নবিশই পরবর্তী মুখ্যমন্ত্রী

একইসঙ্গে অমিত শাহ বার্তা দিয়েছেন, যদি এনডিএ মহারাষ্ট্রে ফের ক্ষমতায় আসে, তাহলে দেবেন্দ্র ফড়নবিশই ফের মুখ্যমন্ত্রী হবেন। শাহ বলেছেন, মহারাষ্ট্রের মানুষ বিজেপি পিছনে দাঁড়িয়েছে পাহাড়ের মতো। পাশাপাশি রাজ্যের মানুষ বিজেপি শিবসেনা সরকারের উন্নয়নমূলক কাজকে সমর্থনও করেছে।

 রাজ্য এগিয়েছে ৫ বছরে

রাজ্য এগিয়েছে ৫ বছরে

অমিত শাহ বলেছেন, মহারাষ্ট্রে বিজেপির যাত্রা সফল এবং আকর্ষণীয়। ২০১৪ সালে বিজেপি সেখানে একা লড়াই করে সব থেকে বড় দল হয়েছিল। এরপর শিবসেনার সঙ্গে তারা সরকার গঠন করে। গত ৫ বছরের শাসনে রাজ্য কৃষি, বিনিয়োগ, শিল্পে ১ থেকে পাঁচের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেছেন অমিত শাহ।

অমিত শাহ বলেন আগের কেন্দ্র সরকার মহারাষ্ট্রকে ৫ বছরে ১.২২ লক্ষ কোটি টাকা দিয়েছিল। আর মোদীর নেতৃত্বে সরকার দিয়েছেন ৩ গুণ টাকা। কেন্দ্র ৪.৭৮ কোটি টাকা দিয়েছে বলেও দাবি করেছেন তিনি।

৩৭০ ধারা নিয়ে কংগ্রেসক আক্রমণ! কংগ্রেসের সঙ্গে অনুপ্রবেশকারীদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন অমিত শাহ৩৭০ ধারা নিয়ে কংগ্রেসক আক্রমণ! কংগ্রেসের সঙ্গে অনুপ্রবেশকারীদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন অমিত শাহ

English summary
Amit Shah told, BJP will get absolute majority on its own in Maharashtra. He said BJP's journey in Maharashtra has been successful and interesting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X