For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়লেন অমিত শাহ, সিএএ নাগরিত্ব কেড়ে নেওয়ার আইন নয়

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কংগ্রেস জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। সিএএর কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনও বিধান নয়। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন। তা নিয়ে রাজনীতি করছেন রাহুল গান্ধী।

রাহুল বাবাকে চ্যালেঞ্জ জানালাম

রাহুল বাবাকে চ্যালেঞ্জ জানালাম

অমিত শাহ বলেন, কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দল গুজব ছড়াচ্ছে যে, এই আইন সংখ্যালঘু মুসলমানদের নাগরিকত্ব কেড়ে নেবে। আমি রাহুল বাবাকে চ্যালেঞ্জ জানালাম, এই আইনের দ্বারা কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তিনি তাঁর কথার সমর্থনে আইনের একটি ধারাও দেখান।

অনুপ্রবেশকারীদের ‘আলিয়া-মালিয়া-জামালিয়া’ বলে কটাক্ষ

অনুপ্রবেশকারীদের ‘আলিয়া-মালিয়া-জামালিয়া’ বলে কটাক্ষ

শুক্রবার সিমলায় এক জনসভা থেকে রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ এদিন গর্জে ওঠেন। তিনি এদিন পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের ‘আলিয়া-মালিয়া-জামালিয়া' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এইসব অনুপ্রবেশকারীরা ভারতীয় সেনাদের হত্যা করবে। তাই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বিতাড়িত করতে হব।

সোনিয়া-মনমোহনজির আমলে ১০ বছর ধরে অনুপ্রবেশ!

সোনিয়া-মনমোহনজির আমলে ১০ বছর ধরে অনুপ্রবেশ!

অমিত শাহের কথা, "সোনিয়া-মনমোহনজির কংগ্রেস সরকার ১০ বছর ছিল। এইসময়ে পাকিস্তানের আলিয়া-মালিয়া-জামালিয়ারা প্রতিদিন ভারতে অনুপ্রবেশ করেছে। তারা প্রায়ই আমাদের সৈন্যদের উপর হানা দিত। মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে আসার পর তা রোখা গিয়েছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নাগরিকত্ব দেওয়ার বিধান

সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নাগরিকত্ব দেওয়ার বিধান

তিনি বলেন, এই আইনের আওতায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিধান নেই। এই আইনে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। এ রাজ্যে বিজেপির দ্বিতীয় বছরপূর্তিতে সিমলায় এক জনসভায় গর্জে ওঠেন বিজেপি সভাপতি।

English summary
Amit Shah throws challenge to Rahul Gandhi CAA not a law to abolish citizenship. This law will give citizenship to minorities of three countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X