For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাফালে ইস্যুতে রাহুল গান্ধীকে প্রশ্নের পঞ্চবাণ ছুঁড়লেন অমিত শাহ

রাহুল গান্ধীকে কড়া আক্রমণ শানিয়ে পঞ্চবাণ ছুঁড়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

রাফালে মামলায় আলাদা তদন্ত প্রয়োজন নেই বলে এদিন রায়ে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। পিটিশনে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছিল একইসঙ্গে তা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্তের প্রয়োজন নেই। গোটা প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করারও কোনও অবকাশ নেই। ফলে এই মামলা বিরোধী কংগ্রেসের বিরুদ্ধে বড় জয় বলেই মনে করছে বিজেপি। এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে কড়া আক্রমণ শানিয়ে পঞ্চবাণ ছুঁড়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ঠিক কী বলেছেন তিনি, জেনে নেওয়া যাক।

তথ্যের সূত্র কী? প্রশ্ন অমিতের

তথ্যের সূত্র কী? প্রশ্ন অমিতের

রাহুল গান্ধী যে এত বড় বড় অভিযোগ করেছেন, আমরা জানতে চাই, আপনার সূত্র কী? কিসের ওপরে ভিত্তি করে এতবড় অভিযোগ আনলেন তিনি? আপনার 'সোর্স অব ইনফরমেশন' কী তা দেশবাসীকে জানান।

কেন চুক্তি ঝুলে ছিল?

কেন চুক্তি ঝুলে ছিল?

২০০১ সালে ভারতীয় বায়ুসেনা অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার প্রয়োজনের কথা জানায়। ২০০৪ সালে তা নিয়ে কেন্দ্র তৎপরতা দেখায়। ২০০৭ সালে চুক্তি নিয়ে মনমোহন সিং এগোলেও ২০১৪ সাল পর্যন্ত কেন চুক্তি বলবৎ করা হয়নি? এর পিছনে কি কমিশনের ব্যাপার যুক্ত ছিল?

কেন মিথ্যাচারের রাজনীতি?

কেন মিথ্যাচারের রাজনীতি?

২০১৪ সাল থেকে এখন পর্যন্ত কেন রাফালে নিয়ে দেশবাসীকে কেন কংগ্রেস মিথ্যাচারের রাজনীতি করে ভুল তথ্য সংগ্রহ করে গেলেন। তার জবাব দিন। এবং সুপ্রিম কোর্টের রায় প্রমাণ করে দিয়েছে যে আপনারা মিথ্যাচার করছিলেন। এবং এজন্য আপনাদের ক্ষমা চাওয়া উচিত।

কেন সরকারের সঙ্গে চুক্তি হয়নি?

কেন সরকারের সঙ্গে চুক্তি হয়নি?

ইউপিএ আমলে কংগ্রেস যত সামরিক চুক্তি করেছিল তাতে কখনই সরকারের সঙ্গে সরকারের চুক্তি হয়নি। কেন কংগ্রেসের আমলে সরকারের সঙ্গে সরকারের সরাসরি চুক্তি হয়নি তার উত্তর দিন রাহুল গান্ধী। যদি এমন চুক্তি হত তাহলে ক্রিস্টোফার মিশেল বা কুত্রোচ্চির মতো দালালরা পয়সা খেয়ে বেরিয়ে যেতে পারত না।

কোন সত্য নেপথ্যে?

কোন সত্য নেপথ্যে?

ফ্রান্সের সঙ্গে বিমান কেনা নিয়ে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়িত করতে কেন এত দেরি করলেন আপনারা? সেখানে কি কাটমানির ব্যাপার ছিল? যদি দেশকে ভালোবেসে থাকেন, দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত হন, তাহলে এই সত্যগুলিকে প্রকাশ করুন।

English summary
Amit Shah throws 5 questions to Rahul Gandhi on Rafale Deal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X