For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লিতে 'সোশাল মিডিয়া ওয়ারিয়ার্স'-এর সভা, কী বললেন অমিত শাহ

সোশ্যাল মিডিয়ায় জাল জিনিসপত্র পোস্ট না করে দলের কর্মীদের মোদী সরকারের সাফল্য প্রচার করতে বললেন অমিত শাহ।

Google Oneindia Bengali News

নয়াদিল্লিতে দলের সোশাল মিডিয়ায় পারদর্শী কর্মী ও সমর্থকদের সভায়, তাদের ভূয়ো জিনিপত্র পোস্ট করার ভুল করতে বারণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। জানালেন, এতে দলের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। বদলে মোদী সরকারের গত চার বছরের সাফল্যকে ভারতীয় নেটিজেনদের সামনে তুলে ধরার পরামর্শ দেন শাহ।

দিল্লিতে সোশাল মিডিয়া ওয়ারিয়ার্স-এর সভা

বৃহস্পতিবার নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে প্রায় ৩০০ কর্মী সমর্থকদের নিয়ে সভা করেন অমিত। এই ৩০০ জনেরই সোসাল মিডিয়া ফলোয়ার রয়েছে ১০ হাজারের উপরে। এদের পোষাকি নাম 'সোশাল মিডিয়া ওয়ারিয়র্স'। এই নেট-যোদ্ধাদের সাহাযে আগামী লোকসভার নির্বাচনের আগে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।

সূত্রের খবর, বিজেপি সভাপতি তাঁদের বলেন, আগামী দিনগুলোতে তাদের ফলোয়ারের সংখ্যা আরও বাড়াতে হবে। শুধু তাই নয়, এটাও সুনিশ্চিত করতে হবে, যাতে তাদের ফেসবুক পোস্ট, টুইট সর্বাধিক লোকের কাছে পৌঁছায়।

দিল্লিতে এরপর এসসি মোর্চা এবং দলের কোর কমিটির মিটিং-এও অংশ নেন বিজেপি সভাপতি। সন্ধ্যায় শুরু হয়ে গভার রাত পর্যন্ত চলে কোর কমিটির বৈঠক। দলীয় সূত্রে খবর এই বৈঠকে ২০১৯ লোকসভা ভোটের রোডম্যাপ আলোচনা করা হয়।

English summary
Amit Shah tells party workers not to post fake items on social media, rather to campaign achievements of the Modi government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X