For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে মোদী মোদী স্লোগান দিয়ে গ্রেফতার! রাহুলকে আক্রমণ অমিত শাহের

বেঙ্গালুরুতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুললেন বিজেপি সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ তুললেন বিজেপি সভাপতি অমিত শাহ। বিষয়টি নিয়ে রাহুল গান্ধীকে আক্রমণ করেছেন তিনি। কর্নাটকের কংগ্রেস ও জনতাদল সেকুলার সরকার বিরোধীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

বেঙ্গালুরুতে মোদী মোদী স্লোগানে গ্রেফতার! রাহুলকে আক্রমণ অমিত শাহের

যুবকরা ছোট ছোট দলে শান্তিপূর্ণভাবে মোদী মোদী স্লোগান দিচ্ছিল। তাদের ওপরই পুলিশ নির্যাতন নেমে আসে বলে অভিযোগ। মুক্ত মতপ্রকাশের বক্তারা আজ কোথায়, প্রশ্ন করেন অমিত শাহ। রাহুল গান্ধীকে কংগ্রেসের যুবরাজ বলে সম্বোধন করে অমিত শাহ বলেন, যুবকরাই দেশের ভবিষ্যত নির্ধারণ করে। তাই যুবকদের ভয় দেখানো বন্ধ হোক বলেছেন শাহ। টুইটারে অমিত শাহ বলেছেন যুব সম্প্রদায় তাদের ঘরানার রাজনীতি বাতিল করে দিয়েছেন।

সব কিছুর পিছনে রয়েছে সোমবার বেঙ্গালুরুর একটি ঘটনা। বেঙ্গালুরুতে রাহুলের অনুষ্ঠানস্থালের বাইরে বিক্ষোভকারী যুবকরা মোদী মোদী স্লোগান দেন। প্ল্যাকার্ড তুলে ধরে রাহুল গান্ধীকে ফিরে যেতে অনুরোধ করা হয়। এরপরেই পুলিশ বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। অনুষ্ঠানস্থলকে খালি করতে, যুবকদের লকআপে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এই যুবকরা বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ বলে দাবি করেছেন অমিত শাহ। বিজেপির তরফে শহরের মান্যতা পার্কে পুলিশি পদক্ষেপের সমালোচনা করা হয়।

[আরও পড়ুন: ভোটের আগে তল্লাশি! ফের কলকাতায় উদ্ধার জালনোট][আরও পড়ুন: ভোটের আগে তল্লাশি! ফের কলকাতায় উদ্ধার জালনোট]

কর্নাটক বিজেপির তরফে টুইটারে একটি ভিডিও আপলোড করে দাবি করা হয়েছে, রাহুল গান্ধীর অনুষ্ঠানস্থলে মোদীর নামে স্লোগান তোলায় প্রযুক্তিবিদদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাকে গণতন্ত্রের বিপদ বলেও বিজেপি তরফে ব্যাখ্যা করা হয়েছে। কংগ্রেস ডেজিএস শাসিত রাজ্যে এটাই গণতন্ত্রের নমুনা, বলেছে বিজেপি।

[আরও পড়ুন:বসিরহাটে নুসরতের সমর্থনে তৃণমূলের মহা মিছিল, দেখা নেই প্রার্থীর ][আরও পড়ুন:বসিরহাটে নুসরতের সমর্থনে তৃণমূলের মহা মিছিল, দেখা নেই প্রার্থীর ]

[আরও পড়ুন:'বাবুল মিষ্টি ছেলে', বিজেপি সাংসদকে তৃণমূলে আমন্ত্রণ মুনমুনের! কী বললেন অভিনেত্রী ][আরও পড়ুন:'বাবুল মিষ্টি ছেলে', বিজেপি সাংসদকে তৃণমূলে আমন্ত্রণ মুনমুনের! কী বললেন অভিনেত্রী ]

English summary
Amit Shah targets Rahul over police action against ‘techies’ in Bengaluru
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X