For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর জন্মদিনে এইমস হাসপাতালে অন্য মেজাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বিজেপির সেবা শপথ কর্মসূচি উপলক্ষ্যে একেবারের অন্য মেজাজে এইমস হাসপাতালে দেখা গেল অমিত শাহকে।

Google Oneindia Bengali News

বিজেপির সেবা শপথ কর্মসূচি উপলক্ষ্যে একেবারের অন্য মেজাজে এইমস হাসপাতালে দেখা গেল অমিত শাহকে।

হাসপাতালে মেঝে মুছে সাফ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। রোগীদের বিতরণ করলেন ফল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে এই কর্মসূচির উদ্যোগ নিয়েছে বিজেপি। এদিন এইমস হাসপাতালে অমিত শাহের সঙ্গে এই কর্মসূিচতে যোগ দিয়েছিলে বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডাও। ছিলেন বিজয় গোয়েল, বিজেন্দ্র গুপ্তাও।

মোদীর জন্মদিনে এইমস হাসপাতালে অন্য মেজাজে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

হাসপাতালের ররিডোর সাফ করার পর শিশু বিভাগে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে চিকি‌ৎসাধীন শিশুদের ফল বিতরণ করেন তিিন। সাংবাদিকদের অমিত শাহ জানিয়েছেন, আজ গোটা দেশেই বিজেপি কর্মীরা সেবা শপথ হিসেবে উদযাপন করছে। কারণ আমাদের প্রধানমন্ত্রী সারাজীবন সেবাকেই ধর্ম হিসেবে মনে করছেন। দেশের সেবায় আর গরিব মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। সেকারণেই এই দিনটিকে সেবার দিন হিসেবে উদযাপন করা হচ্ছে।

[ ধাক্কা দিলেন যোগী! এবার থেকে চার দশকের প্রথা ভাঙবেন মন্ত্রীরা][ ধাক্কা দিলেন যোগী! এবার থেকে চার দশকের প্রথা ভাঙবেন মন্ত্রীরা]

শুধু অমিত শাহই নন এদিন উত্তর প্রদেশের হামিরপুরে রাজ্যের দই বিজেপি মন্ত্রী অশোক কাটারিয়া এবং রণবেন্দ্র প্রতাপ সিংয়ের সঙ্গে রাস্তায় সাফাই করেন রাজ্য বিজেপি প্রধান স্বতন্ত্রদেব সিং। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সপ্তাহব্যপী এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশেই এই কর্মসূিচ পালন করবেন বিেজপির সর্বস্তরের নেতা কর্মীরা।

 [ বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোটে ধাক্কা! ছত্রপতি শিবাজীর বংশধর বিজেপিতে] [ বিধানসভা নির্বাচনের আগে বিরোধী জোটে ধাক্কা! ছত্রপতি শিবাজীর বংশধর বিজেপিতে]

English summary
Amit Shah sweeping the floor at AIIMS as part of the 'Seva Saptah'campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X