For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চাণক্য' অমিত শাহের জনপ্রিয়তা সিএএ পরবর্তী সময়ে কোথায় গিয়ে ঠেকেছে! উত্তর দিচ্ছে সমীক্ষা

অমিত শাহের জনপ্রিয়তা সিএএ পরবর্তী সময়ে কোথায় গিয়ে ঠেকেছে! বলছে সমীক্ষা

  • |
Google Oneindia Bengali News

গত এক মাস ধরে গোটা দেশ উত্তাল হয়েছে নরেন্দ্র মোদী সরকারের আনা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে। এর আগে এসেছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির মতো বড়সড় পদক্ষেপ। তারই মাঝের সময়ে সংসদে সদর্পে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন , গোটা দেশে হবে এনআরসি। এই সমস্ত পর পর রাজনৈতিক অধ্যায়ে বহুবার ক্ষোভের মুখে পড়েন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এসবের পরও অমিত শাহের জনপ্রিয়তা এখন কীরকম? উত্তর দিচ্ছে আইএনএস-সিভোটারের সমীক্ষা।

অমিত শাহের পক্ষে রয়েছেন দেশের কতজন মানুষ?

অমিত শাহের পক্ষে রয়েছেন দেশের কতজন মানুষ?

আইএনএস -সিভোটারের সমীক্ষা 'স্টেট অফ দ্য নেশন' বলছে, দেশের ৫০,৭ শতাংশ মানুষ জানিয়েছেন তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাজে 'সন্তুষ্ট'। ফলে এটা স্পষ্ট যে অমিত শাহকে নিয়ে দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ স্বস্তিতে রয়েছে। আর সিএএ, অসমে এনআরসি ও এনপিআরএর মতো ঘটনার পর এমন পরিসংখ্যান আসন্ন দিল্লি নির্বাচনে অমিত শাহকে বাড়তি মাইলেজ দেয় কি না, সেদিকে নজর সকলের।

অমিত শাহের সমর্থক সবচেয়ে বেশি কোন রাজ্যে?

অমিত শাহের সমর্থক সবচেয়ে বেশি কোন রাজ্যে?

অমিত শাহের পক্ষে সমর্থন সবচেয়ে বেশি এসেছে পুদুচেরি থেকে। সেখানে থেকেই এসেছে ৭৮ শতাংশ ভোট। কিন্তু ভূমিপুত্রকে নিয়ে 'অতটা খুশি' নয় অমিত শাহের নিজের রাজ্য গুজরাত। সেখানে থেকে সমর্থন এসেছে ৬৪ শতাংশ মানুষের। সমীক্ষার এই ফলাফল ভারতীয় রাজনীতির পক্ষে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাঁর সমর্থনে হিমাচলপ্রদেশের ৬৮.৪ শতাংশ ভোট রয়েছে। উত্তরাখন্ডের ৬৬.৬ শতাংশ মানুষ রয়েছেন।

সিএএ বিতর্কের পর শাহের সমর্থনে কত শতাংশ মানুষ রয়েছেন অসম থেকে?

সিএএ বিতর্কের পর শাহের সমর্থনে কত শতাংশ মানুষ রয়েছেন অসম থেকে?

প্রসঙ্গত, সিএএ নিয়ে য়ে রাজ্য দেশে সবচেয়ে আগে বিক্ষোভের আগুনে দগ্ধ হয়েছে তা হল অসম। আর সমীক্ষায় দেখা গিয়েছে , সিএএ , এনআরসি পরবর্তী সময়ে অসমের ৪১.৭ শতাংশ মানুষ অমিত শাহের সমর্থনে রয়েছেন। এই পরিমাণ মানুষ বলছেন তাঁরা অমিত শাহকে নিয়ে 'খুব স্বস্তিতে' রয়েছেন।

 ভোটের মুখে থাকা দিল্লি ও বিহার কী ভাবছে অমিত শাহকে নিয়ে?

ভোটের মুখে থাকা দিল্লি ও বিহার কী ভাবছে অমিত শাহকে নিয়ে?

দিল্লিতে আসন্ন বিধানসভা ভোট ৮ ফেব্রুয়ারি। আর তার পরই বিহারর বিধানসভাও ভোটের দিকে এগিয়ে যাবে। এমন পরিস্থিতিতে আইএনএস -সি ভোটারের সমীক্ষা বলছে, বিহারের ৫০.৮ শতাংশ মানুষ এখনও রয়েছেন অমিত শাহের সমর্থনে। প্রসঙ্গত, এই রাজ্যেই বিজেপি শরিক জেডিইউ-র প্রশান্ত কিশোর বিরোধিতা শুরু করে অমিত শাহের আনা সিএএ নিয়ে। যা নিয়ে বিজেপি জোট ঘিরেও আশঙ্কার মেঘ দেখা যায়। অন্যদিকে, দিল্লিতে জামিয়া, জেএনইউ, শাহিনবাগের উত্তপ্ত পরিস্থিতির পরও অমিত শাহের সমর্থনে রয়েছেন ৪৬.৬ শতাংশ মানুষ।

বিক্ষোভের মুখে অমিত শাহ ও সাম্প্রতিক পরিস্থিতি!

বিক্ষোভের মুখে অমিত শাহ ও সাম্প্রতিক পরিস্থিতি!

ডিসেম্বর মাসের মাঝামাঝি এই আইন পাশ হতেই উত্তরপূর্ব থেকে শুরু হয়েছে প্রতিবাদ। আর তারপর সেই বিক্ষোভের আগুন গিয়ে পড়ে বাংলা থেকে দিল্লি, কর্ণাটক সমস্ত জায়গায়। যে বিক্ষোভের ছাই চাপা আগুন আজও ধিক ধিক করে জ্বলছে দিল্লির শাহিনবাগ থেকে কলকাতার পার্ক সার্কাসে। আর যাবতীয় বিক্ষোভ , বিতর্কের পরও অমিত শাহ এখনও পর্যন্ত সিএএ ঘিরে অনড় অবস্থানে রয়েছেন।

মোদী এখনও জনপ্রিয়তা শীর্ষে, বিজেপি কিন্তু পিছিয়েই চলেছে! পরিসংখ্যানে চমকমোদী এখনও জনপ্রিয়তা শীর্ষে, বিজেপি কিন্তু পিছিয়েই চলেছে! পরিসংখ্যানে চমক

English summary
Amit Shah still pleases country's 50.7 percent people,says survey .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X