For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী ২.০-র বর্ষপূর্তিতেও ফিরে এল কংগ্রেস ৬ দশকের শাসনকাল! তীব্র কটাক্ষ অমিত শাহর

Google Oneindia Bengali News

গতবছর এই দিনেই নরেন্দ্র মোদী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন৷ দ্বিতীয় পর্যায়ের বর্ষপূর্তি উদযাপনের জন্য প্রস্তুত বিজেপি। একাধিক ডিজিটাল সাংবাদিক বৈঠক, ভার্চুয়াল র্যালির আয়োজন করা হয়েছে দলের তরফে। পাশাপাশি এদিন বর্ষপূর্তি উপলক্ষ্যে টুইট করেন অমিত শাহ, জেপি নাড্ডা। দেশবাসীর উদ্দেশে চিঠি লেখেন প্রধানমন্ত্রী মোদী।

সরকারের এই বছরটাকে মানুষ মনে রাখবে কঠিন ও বড় সিদ্ধান্তের জন্য

সরকারের এই বছরটাকে মানুষ মনে রাখবে কঠিন ও বড় সিদ্ধান্তের জন্য

মোদী সরকারের দ্বিতীয়পর্বের প্রথম বছর ঐতিহাসিক সাফল্যে পূর্ণ। কেন্দ্রীয় সরকারের প্রথম বর্ষপূর্তিকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপি-র শীর্ষ নেতারা। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, 'সরকারের এই বছরটাকে মানুষ মনে রাখবে কঠিন ও বড় সিদ্ধান্তের জন্য। যা দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে।'

কংগ্রেসকে তীব্র কটাক্ষ অমিত শাহর

কংগ্রেসকে তীব্র কটাক্ষ অমিত শাহর

সেই একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'মোদী সরকার ৬ বছরে অনেক ঐতিহাসিক ভুল সংশোধন করেছে। এবং আত্মনির্ভরশীল ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। যা দেশের উন্নয়নের রাস্তা।' টুইটারে অমিত শাহ লেখেন, '২.০-র প্রথম বছর সফলভাবে পূরণ করায় দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হার্দিক অভিনন্দন। এই বছরটা ঐতিহাসিক সাফল্যে পূর্ণ।'

দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন নরেন্দ্র মোদী

দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী পদে দ্বিতীয় বারের জন্য দায়িত্ব গ্রহণের এক বছর পর দেশবাসীর উদ্দেশ্যে চিঠি লিখলেন নরেন্দ্র মোদী। জানালেন, এই এক বছরে দেশে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত উন্নয়ন হয়েছে। তবে, বর্তমান কোরোনা সংকটে যে 'চরম দুর্ভোগে' রয়েছেন শ্রমিক-সহ অন্যান্যরা সেকথাও স্বীকার করে নেন চিঠিতে।

গণতন্ত্রে এক নতুন দিশা দেখিয়েছেন মোদী

গণতন্ত্রে এক নতুন দিশা দেখিয়েছেন মোদী

অন্যদিকে নাড্ডা বলেন, 'দূরদর্শিতা ও নিবেদনের মাধ্যমে দেশের গণতন্ত্রে এক নতুন দিশা দেখিয়েছেন মোদী। সরকারের প্রত্যকটি সিদ্ধান্তের প্রতিচ্ছবি ফুটে উঠেছে মানবকল্যাণ ও দেশের স্বার্থে। দ্বিতীয় পর্বের প্রথম বছর সফলভাবে পূরণ করার জন্য আমি প্রধানমন্ত্রী এবং সরকারের অন্য সদস্যদের অভিনন্দন জানাচ্ছি। কঠিন ও বড় সিদ্ধান্ত এবং চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করার জন্য এই বছরটাকে মনে রাখা হবে। মোদী এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য মানুষ দশকের পর দশক ধরে অপেক্ষা করছিলেন। এই সিদ্ধান্তগুলি দেশের ভাবমূর্তি বদলে দিয়েছে।'

<strong>ইতালি, স্পেনকে ছাপিয়ে গিয়েছে ভারত! দেশে করোনা সংক্রমণের হার খুবই উদ্বেগজনক, কী বলছে পরিসংখ্যান?</strong>ইতালি, স্পেনকে ছাপিয়ে গিয়েছে ভারত! দেশে করোনা সংক্রমণের হার খুবই উদ্বেগজনক, কী বলছে পরিসংখ্যান?

English summary
amit shah slammed congress for its 6 decades of rule on the occassion of modi 2.0 anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X