For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরির দলের খালিস্তান যোগের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

কেজরির দলের খালিস্তান যোগের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Google Oneindia Bengali News

পাঞ্জাবের বিধানসভা ভোট সামনেই। তার আগে খালিস্তান-পন্থী দল শিখ ফর জাস্টিসের সঙ্গে আম আদমি পার্টির যোগ নিয়ে নতুন করে চড়ছে রাজনীতির পারদ।তৈরি হয়েছে বিতর্কও। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে দিয়েছেন পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরনজিৎ সিং চন্নি। বিষয় আবার গুরুত্ব দিয়ে দেখছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। চিঠির উত্তর দিয়েছেন তিনি। বলেছেন বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কেজরির দলের খালিস্তান যোগের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘটনা এই বিষয় তো গুরুত্ব দেবেই কেন্দ্র, কারণ আপের সঙ্গে খালিস্তান যোগের অভিযোগ এনেছিল আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা কুমার বিশ্বাস। পাঞ্জাবে ভোটে আপকে বেকায়দায় ফেলতে গুরুত্ব থাকবেই। আবার গদি ধরে রাখতে চান্নিও চাপে রাখতে চাইছেন পাঞ্জাবে শক্তি বাড়ানো আপকে। কেজরির দলও এই অভিযোগকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। সবমিলিয়ে এই কাণ্ড নিয়ে রাজনৈতিক পারদ চড়ছে তা স্পষ্ট।

অমিত শাহ চান্নির চিঠির উত্তর দিয়ে আশ্বস্ত করেছেন যে তিনি নিজে বিষয়টিকে নজর দেবেন। শুধু তাই নয়, দেশের নিরাপত্তার ক্ষতি হয়, এমন কোনও কাজ হবে না বলেও বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, পঞ্জাব নির্বাচনে আপের সঙ্গে হাত মিলিয়েছে শিখ ফর জাস্টিস। আর তারপরই অমিত শাহকে চিঠি দেন চান্নি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে অমিত শাহ চিঠিতে জানিয়েছেন, 'গোটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বিষয়টিকে আলাদা করে গুরুত্ব সহকারে নজরে দেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে নজর রাখা হবে বিষয়টি'

অমিত শাহ চান্নিকে আরও লিখেছেন, 'আপনার চিঠি অনুযায়ী, একটি রাজনৈতিক দল দেশ-বিরোধী, বিচ্ছিন্নতাবাদী ও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ তৈরি করেছে, যার ফলে দেশের নিরাপত্তা বিপন্ন হতে পারে। দেশের শত্রুদের সঙ্গে এই সব রাজনৈতিক দলের কোনও তফাৎ নেই। বিশেষত নির্বাচনের সময় এই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগ ভালো ভাবে দেখছে না কেন্দ্র। পাঞ্জাবের তথা গোটা দেশের ঐক্যে প্রভাব ফেলতে পারে । আমি আশ্বস্ত করছি, কেউ দেশের নিরাপত্তায় ব্যাঘাত ঘটাতে পারবে না। কেন্দ্রীয় সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে।'

ঘটনার সূত্রপাত অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন দল নেতা কুমার বিশ্বাসের মন্তব্যকে ঘিরে। কুমার বিশ্বাস অভিযোগ করেছেন যে, 'ক্ষমতার লোভে অরবিন্দ কেজরিওয়াল অনেক কিছুই করতে পারেন। কেজরিওয়াল পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন।' এরপরই ঘটনা এই পর্যায়ে পৌঁছে গিয়েছে।

English summary
Amit shah says they will look after arvind kejriwals AAP's khalistan connection
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X