For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৫ ফেব্রুয়ারির পর দিল্লিতে কোনও গণ্ডগোল হয়নি, লোকসভা জবাব অমিত শাহের

২৫ ফেব্রুয়ারির পর দিল্লিতে কোনও গণ্ডগোল হয়নি, লোকসভা জবাব অমিত শাহের

Google Oneindia Bengali News

২৫ ফেব্রুয়ারির পর দিল্লিতে আর কোনও হিংসা হয়নি। লোকসভায় বিবৃতি দিয়ে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন প্রথমে িদল্লির িহংসায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লির হিংসা নিয়ন্ত্রণে দিল্লি পুলিস সবরকম কাজ করেছে বলে লোকসভায় দাবি করেছেন তিনি।

দিল্লির হিংসা নিয়ে বিবৃতি

দিল্লির হিংসা নিয়ে বিবৃতি

সকাল থেকে লোকসভা উত্তাল হয়েছিল দিল্লির হিংসা নিয়ে। কংগ্রেস এবং বিজেপি সাংসদদের বিতণ্ডায় তুমুল হট্টোগেল শুরু হয় লোকসভায়। তারপরেই অমিত শাহ এই নিয়ে বিবৃতি দেবেন বলে জানান। তিনি জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারির পর দিল্লিতে আর কোনও হিংসার ঘটনা ঘটেনি। ৩৬ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে দিল্লি পুলিস। এখনও পর্যন্ত ৭০০টি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিেয়ছেন তিনি।

দিল্লি পুলিসের পাশে অমিত শাহ

দিল্লি পুলিসের পাশে অমিত শাহ

সংসদে বিবৃতি দিয়ে দিল্লির হিংসা নিয়ন্ত্রণে দিল্লি পুলিসের কর্মদক্ষতার প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেছেন, দিল্লি পুলিসের তৎপরতার কারণেই একমাত্র ৩৬ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং আর কোথাও হিংসা ছড়ায়নি। নইলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হত। এদিকে দিল্লির হিংসা নিয়ে সুপ্রিম কোর্টেও ভৎসনা শুনতে হয়েছে দিল্লি পুলিসকে। শেষ ময়দানে নামতে হয়েছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে।

কংগ্রেসের ওয়াক আউট

কংগ্রেসের ওয়াক আউট

অমিত শাহ দিল্লি হিংসা নিয়ে লোকসভায় বিবৃতি দেওয়ার সময় ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা। সকাল থেকেই তাঁরা দিল্লির হিংসা নিয়ে সরব হয়েছিলেন সংসদে। বিজেপি সাংসদরাও পাল্টা আক্রমণ শানিয়েছিলেন। সোনিয়া গান্ধীকে দিল্লির হিংসার জন্য দায়ী করেছিলেন বিজেপি সাংসদরা।

English summary
Amit Shah says there is no incident in Delhi after 25 February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X