For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন মোদী! রাহুলকে তীব্র আক্রমণ অমিত শাহের

পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন মোদী। সংবিধান ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা বাতিল করে সেই রাস্তা দেখানো হয়েছে। এদিন এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন মোদী। সংবিধান ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা বাতিল করে সেই রাস্তা দেখানো হয়েছে। এদিন এমনটাই বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এপ্রসঙ্গে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, রাহুল গান্ধী কেন ৩৭০ ধারা নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরোধী তা পরিষ্কার করতে হবে।

পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন মোদী! রাহুলকে তীব্র আক্রমণ অমিত শাহের

ঝাড়খণ্ডে বিজেপির জোহার জন আশীর্বাদ যাত্রায় গিয়ে অমিত শাহ বলেন, সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে, নরেন্দ্র মোদী পাকিস্তানকে সঠিক রাস্তা দেখিয়েছেন। পাশাপাশি জম্মু ও কাশ্মীর ভারতের অঙ্গীভূত হয়েছে।
বিজেপি সভাপতি বলেন, রাহুল গান্ধীকে মহারাষ্ট্র ঝাড়খণ্ড এবং হরিয়ানা মানুষদের বলতে হবে ৩৭০ ধারা নিয়ে তিনি কেন্দ্রের সিদ্ধান্তের পাশে আছেন কিনা। প্রসঙ্গত পুজোর পরেই এই তিন রাজ্যে নির্বাচন।এই রাজ্যগুলিতে ৩৭০ ধারা নিয়ে জোরদার প্রচারে নেমেছে বিজেপি।

রাহুল গান্ধীকে এদিন সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও আক্রমণ করেন অমিত শাহ। তথ্যপ্রমাণ চাওয়ার কথা উল্লেখ করে অমিত শাহ বলেন, দেশবাসীকে ওনার বলা উচিত কোন দিশায় উনি যেতে চান।

[পুজোর আগেই কলকাতায় অমিত শাহ! পুজো উদ্বোধনের সংখ্যা নিয়ে জল্পনা][পুজোর আগেই কলকাতায় অমিত শাহ! পুজো উদ্বোধনের সংখ্যা নিয়ে জল্পনা]

বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে দাবি করে অমিত শাহ বলেন, অটলজি ঝাড়খণ্ড রাজ্যের সৃষ্টি করেছিলেন, আর মোদীজি তার সমৃদ্ধিতে সাহায্য করেছেন।

 [ ভারতে অপুষ্টি খানিক কমলেও মাথাচাড়া দিচ্ছে অন্য বিপদ] [ ভারতে অপুষ্টি খানিক কমলেও মাথাচাড়া দিচ্ছে অন্য বিপদ]

English summary
Union Home Minister Amit Shah on Wednesday said Prime Minister Narendra Modi showed Pakistan its place by abrogating Article 370 and 35A. Shah also said Congress leader Rahul Gandhi should clarify whether he is in favour of the Centre’s decision on Article 370.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X