For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধর্মের নামে যেন কাউকে হেনস্থা না করা হয়', এনআরসি নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

এনআরসি গোটা দেশে লাগু করা হবে। এমন বার্তা আগেই জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তাতে সবচেয়ে বেশি আতঙ্কে পশ্চিমবঙ্গবাসী।

  • |
Google Oneindia Bengali News

এনআরসি গোটা দেশে লাগু করা হবে। এমন বার্তা আগেই জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তাতে সবচেয়ে বেশি আতঙ্কে পশ্চিমবঙ্গবাসী। এরাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, পরিচয় পত্রকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসনিক দফতরের সামনে লম্বা লাইন পড়েছে। অন্যদিকে, অসমে ১৯ লাখ মানুষ এনআরসি-র তালিকা থেকে বাদ পড়ার পর , সেরাজ্যে তৈরি হচ্ছে নতুন ডিটেনশন সেন্টার। এমন এক পরিস্থিতিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নতুন মন্তব্য উঠে এলো এনআরসি নিয়ে।

অমিত শাহের মন্তব্য এনআরসি নিয়ে

অমিত শাহের মন্তব্য এনআরসি নিয়ে

জামিয়ত উলেমা-ই -হিন্দের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আসবার পর জানিয়েছে, অমিত শাহ তাঁদের স্পষ্ট জানিয়েছেন , যে সরকার কোনও মতেই ধর্মের নামে হেনস্থা বরদাস্ত করবে না।

 অমিত শাহের বাসভবনে জামিয়ত-উলেমা-এ-হিন্দ

অমিত শাহের বাসভবনে জামিয়ত-উলেমা-এ-হিন্দ

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন জামিয়ত উলেমা-এ-হিন্দের সদস্যরা। আর সেই সাক্ষাতের পরই সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি পেশ করা হয়। আর সেই বিবৃতিতেই অমিত শাহের বক্তব্যের কথা বলা হয়। সেখানে অসমের প্রসঙ্গ উঠতেই অমিত শাহ জানিয়ে দেন, এআরসি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

কাশ্মীরের সংস্কৃতি নিয়ে কী জানিয়েছেন অমিত শাহ!

কাশ্মীরের সংস্কৃতি নিয়ে কী জানিয়েছেন অমিত শাহ!

জামিয়ত-উলেমা-এ-হিন্দের সদস্যদের তরফে জানানো হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কাশ্মীরে ৩৭০ ধারা লাগু হলেও, কাশ্মীরের সংস্কৃতিতে তার প্রভাব পড়বে না।

English summary
Amit Shah On NRC, Will Ensure That No One Is Harassed Because Of Religion .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X