For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভারত সীমান্তে জমি দখল কোনও ছেলেখেলা নয়', ফল ভালো হবে না! হুঁশিয়ারি অমিত শাহের

  • |
Google Oneindia Bengali News

এর আগে পর্যন্ত তাঁকে বহু সংবাদমাধ্যমে চিন-ভারত সীমান্ত সংঘাত নিয়ে প্রশ্ন করলেও সেভাবে কড়া ভাষায় কথা বলতে শোনা যায়নি অমিত শাহের তরফে। তবে ৬ জুন লাদাখ সীমান্তে চিন-ভারত উচ্চপর্যায়ের সেনা স্তরীয় বৈঠকের পর এদিন ৮ জুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কড়া ভাষাতেই জবাব দিলেন লাদাখের সীমান্ত সংঘাতের।

 অমিত বার্তা

অমিত বার্তা

'জঙ্গি হামলা আমাদের সময় হয়েছে, উরিতে হয়েছে পুলওয়ামায় হয়েছে। তবে প্রধানমন্ত্রী মোদী সময় নষ্ট করেননি। পাকিস্তানকে এয়ারস্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক দিয়ে শাস্তি দেওয়া হয় ।..' এভাবেই এদিন সীমান্তের বিষয় নিয়ে মুখ খোলেন অমিত শাহ। ওড়িশায় তাঁর দলীয় ভার্চুয়াল প্রচারে এভাবেই তিনি বক্তব্য় রাখেন।

 চিনের নাম না করে..

চিনের নাম না করে..

এদিন অমিত শাহ, সীমান্ত সংঘাত নিয়ে বার্তা দেন। অমিত শাহ জানান, সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা ' গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে , ভারতের সীমান্ত ছিনিয়ে নেওয়া কোনও ছেলে খেলা নয়। তোমাকে শাস্তি দেওয়া হবে। '

লাদাখ সংঘাত

লাদাখ সংঘাত

চিন ও ভারতের মধ্যে যে বিতর্কিত সীমানা রয়েছে, তা হল এলএসি। এটি তিনটি এলাকায় বিভক্ত, পশ্চিম, মধ্য ও পূর্ব লাদাখ। কোনটি আসল সীমানা তা নিয়ে এই এলাকায় দ্বন্দ্ব রয়েছে। ৩,৪৮৮ কিলোমিটারের এই রাস্তা ধরে সমস্যা রয়েছে দুই দেশে। এই এলাকা ভারতের। অন্যদিকে, চিনের দাবি ২ হাজার কিলোমিটারই ভারতের প্রাপ্য।

 ৩৭০ ধারা ও সীমান্ত

৩৭০ ধারা ও সীমান্ত

এদিকে এদিন ওড়িশা বিজেপির ভার্চুয়াল সভায় অমিত শাহ বলেন, ' বহু সরকার এমন এসেছে যাঁরা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসেছে। তবে সাহস ছিল না কাশ্মীর থেকে ৩৭০ ধারা বা ৩৫ এ এর ধারা তুলে দেওয়ার। .. ' অমিত শাহ এই বিষয়ে ফের মোদীর প্রশংসা করে জানান, যে একমাত্র মোদী সরকারই এই কাজ করার দম দেখিয়েছে।

 বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা

বিজেপি কর্মীদের উদ্দেশে বার্তা

এদিনের সভায় সমস্ত বিজেপি কর্মীদের তাঁদের কাজের জন্য প্রশংসা করেন অমিত শাহ। শাহ জানান, যেভাবে করোনার মতো মহামারীতে বিজেপি কর্মীরা উদয় অস্ত ত্রাণ বিলি করে গিয়েছেন, তাতে তাঁদের প্রশংসা প্রাপ্য।

English summary
Amit Shah says, Encroaching India's borders is no child's play, you will be punished
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X