For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মত পার্থক্য থাকলেও, হৃদয়ে পরিবর্তন নয়! বিহার নিয়ে বার্তা অমিত শাহের

বিহার থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে যতই তোর দাগুন না কেন, সেখানকার পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই করতে চায় নীতীশ কুমারের নেতৃত্বেই। এমনটাই জানিয়েছেন

  • |
Google Oneindia Bengali News

বিহার থেকে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে যতই তোর দাগুন না কেন, সেখানকার পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি লড়াই করতে চায় নীতীশ কুমারের নেতৃত্বেই। এমনটাই জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জেডিইউ-এর সঙ্গে বিহারে তাদের জোট 'অটল' বলেও মন্তব্য করেছেন অমিত শাহ।

নীতীশ কুমারের নেতৃত্বে বিজেপির লড়াই

নীতীশ কুমারের নেতৃত্বে বিজেপির লড়াই

বিহারের আগামী বিধানসভা নির্বাচনে জেডিএই এবং বিজেপি একসঙ্গে লড়াই করবে। আর লড়াই হবে নীতীশ কুমারের নেতৃত্বেই। সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। দুই দল কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করছে। অন্যদিকে রাজ্যে কাজ করছে

সমস্ত বিতর্কের অবসান

সমস্ত বিতর্কের অবসান

অমিত শাহের মন্তব্যের পরেই বিহারে বিজেপি জেডিইউ-এর জোট নিয়ে যাবতীয় জল্পনার অবসান হল। বিশেষ করে পুজোর মুখে পটনায় ভয়াবহ বন্য পরিস্থিতি তৈরি হয়েছিল। অনেক বিজেপি নেতাই নীতীশ কুমারকে টার্গেট করেন।

বন্যা নিয়ে জেডিইউ আর বিজেপির গণ্ডগোল

বন্যা নিয়ে জেডিইউ আর বিজেপির গণ্ডগোল

পটনায় পুজোর মুখে বন্যা নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয় যে, পটনায় দশেরা বয়কট করেন বিজেপি নেতারা। মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে কংগ্রেস নেতাদের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়। ডায়াসে মুখ্যমন্ত্রীর পাশে উপমু্খ্যমন্ত্রী সুশীল মোদী, কেন্দ্রীয় মন্ত্রী তথা স্থানীয় সাংসদ রবিশঙ্কর প্রসাদ, পাটুলিপুত্রের সাংসদ রামকৃপাল যাদবের বসার কথা থাকলেও আসন ফাঁকাই থেকে যায়।

 'মত পার্থক্য থাকলেও, হৃদয়ে পরিবর্তন নয়'

'মত পার্থক্য থাকলেও, হৃদয়ে পরিবর্তন নয়'

বিহারে তাদের সঙ্গে জেডিইউ-এর মত পার্থক্যের কথা স্বীকার করে নিয়েছেন অমিত শাহ। তবে তিনি বলেছেন, মত পার্থক্য থাকলেও, হৃদয়ে পরিবর্তন নয়।

মহারাষ্ট্রে বার্তা শিবসেনাকে

মহারাষ্ট্রে বার্তা শিবসেনাকে

মহারাষ্ট্র নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে রাজ্যে দুই তৃতীয়াংশ আসন পাবে এনডিএ। পাশাপাশি শিবসেনাকে বার্তা দিতে তিনি এও বলেছেন, বিজেপি নিজেই সেখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

মহারাষ্ট্রে এনডিএ-র কত আসনে জয়, বললেন অমিত শাহ! শিবসেনাকে দিলেন বার্তামহারাষ্ট্রে এনডিএ-র কত আসনে জয়, বললেন অমিত শাহ! শিবসেনাকে দিলেন বার্তা

English summary
Amit Shah says, BJP will fight Bihar assembly election under the leadership of Nitish Kumar and added that the alliance between the JDU and the BJP was atal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X