'বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে দেখতে চায়না', বিক্ষোভের উত্তাল পরিস্থিতিতে অমিত শাহের বার্তা
মঙ্গলবারের বিকেলের উত্তাল পরিস্থিতির পর এখনও থমথমে দিল্লির সীলামপুর। হাওড়ায় এখনও স্বন্ধ ইন্টারনেট। উত্তরপূর্ব সবেমাত্র কার্ফু কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। আর এই সমস্ত পরিস্থিতির কেন্দ্রে রয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯। যা সংসদে প্রস্তাবিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সংসদের ভোটাভুটিতে তা পাশও হয়। এদিকে, দেশ জুড়ে এমন উত্তাল পরিস্থিতিতে অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর পার্টি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে দেখে না। এখানে সকল ধর্মের সহাবস্থানই তিনি আশা করছেন বলে জানান।

অমিত শাহের বার্তা
দিল্লিতে এক সভায় গিয়ে অমিত শাহ বলেন, 'বিজেপি ভারতীয় সংসবিধান মেনে কাজ করে। এই দেশ ও তার সরকারের শুধুমাত্র একটিই ধর্ম রয়েছে, তা হল সংবিধান।' ওই সভায় তিনি সাফ জানিয়েদেন যে ভারতকে কোনও মতেই পদ্মশিবির 'হিন্দু রাষ্ট্র' হিসাবে দেখেনা।

কংগ্রেসকে তোপ
অমিত শাহ বলেন,'কংগ্রেস দেশের সমস্যার সঙ্গে লড়াই করেনা। এটা মোদীর সরকার। এখানে আমরা শুধু সরকার চালাতে হবে বলে চালাতে আসিনি। দেশের সমস্যাগুলির সমাধান করতে এসেছি। আমরা এখানে রাজনীতি করতে আসিনি। আমরা ৫ বছর চুপ করে বসে থাকতে আসিনি। আর যদি রাজনীতি করতাম তাহলে সিএএ ২০২৩ সালে হত।'

সংখ্যালঘুদের জন্য 'বিশেষ বন্দোবস্ত'
এদিনের সভাতেও অমিত শাহ বলেন, ' কোনও নাগরিকেরই ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমরা বিশেষ বন্দোবস্ত করব সংখ্যালঘুদের জন্য। যাঁরা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন ,তাঁদের যেতে হবে। তাঁদের বুঝে নিতে হবে যে তাঁরা ভুল করেছেন। '