For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসাংবিধানিক নয় নাগরিকত্ব সংশোধনী বিল! জবাবি ভাষণে তুখোড় ব্যাটিং শাহের

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হয়েছে সোমবার। এরপর বিরোধীদের প্রশ্নবাণের এক এক করে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ হয়েছে সোমবার। এরপর বিরোধীদের প্রশ্নবাণের এক এক করে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সাফ কথা- এই বিল অসাংবিধানিক নয়। সংবিধানের ১৪ অনুচ্ছেদের পরিপন্থীও নয় এই বিল। তিনি বলেন, এই বিলে অত্যাচিরত সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদানের পক্ষে।

অসাংবিধানিক নয় নাগরিকত্ব সংশোধনী বিল! তুখোড় জবাব শাহের

এদিন নাগরিকত্ব বিল পেশের সময় থেকেই সংসদ উত্তাল হয়ে ওঠে। বিল পেশের জন্যই আলাদা ভাবে ভোটাভুটি হয় সংসদে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিল পেশ করলে বিরোধী সাংসদরা সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে এনে বলেন যে এই বিল পেশ করা অসাংবিধানিক। এর জেরেই ভোটাভউটি করতে হয়। ২৯৩টি ভোট পড়ে পক্ষে। বিপক্ষে ভোট পড়ে ৮২টি।

সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল প্রসঙ্গে বিরোধীদের জবাব দিতে উঠে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রে্সকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, যদি কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশ বিভাজন না করত তবে আজ এই বিলের প্রয়োজন পড়ত না। কিন্তু আজ এই বিল আনতে হচ্ছে তার জন্য দায় তো কংগ্রেসেরই।

English summary
Amit Shah replies all question of opposition on Citizenship Amendment Bill 2019. He says the bill not unconstitutional.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X