For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

OROP এর 'অন্য' মানে বের করে গান্ধী পরিবারকে তুলোধোনা শাহের

OROP এর অন্য মানে বের করে গান্ধী পরিবারকে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

  • |
Google Oneindia Bengali News

সেনার জন্য থাকা এক পদ এক পেনশন প্রকল্প যাকে সংক্ষেপে OROP বলা হয়, তার অন্য মানে বের করে গান্ধী পরিবারকে তুলোধোনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীকে ছাড়া কিছু ভাবতে পারে না।

OROP এর অন্য মানে বের করে গান্ধী পরিবারকে তুলোধোনা শাহের

হিমাচল প্রদেশে দাঁড়িয়ে অমিত শাহের কটাক্ষ, নরেন্দ্র মোদী সরকারে এসে এক পদ এক পেনশন চালু করেছেন। জওয়ানদের এই প্রকল্প দিয়েছেন মোদী আর কংগ্রেস দিয়েছে রাহুল ও প্রিয়াঙ্কাকে (ওনলি রাহুল ওনলি প্রিয়াঙ্কা)।

গত সপ্তাহে প্রিয়াঙ্কা গান্ধীকে সরাসরি রাজনীতিতে নামিয়েছে কংগ্রেস। উত্তরপ্রদেশের পূর্ব অংশে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। এখানকার ২৬টি লোকসভার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। যার মধ্যে রয়েছে বারাণসী, গোরক্ষপুরের মতো লোকসভা কেন্দ্র। যা নিয়ে বিজেপি প্রথম থেকেই কটাক্ষ ছুঁড়ে চলেছে। কেন্দ্রীয় থেকে শুরু করে রাজ্য নেতারা প্রিয়াঙ্কাকে নিয়ে কথা বলতে ছাড়ছেন না।

[আরও পড়ুন:ভরা সভায় মহিলার শ্লীলতাহানি কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার! দেখুন ভিডিও ][আরও পড়ুন:ভরা সভায় মহিলার শ্লীলতাহানি কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার! দেখুন ভিডিও ]

সেই প্রসঙ্গে অমিত শাহও ফুট কেটে বিতর্কে ঘি ঢাললেন। কারণ বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা কংগ্রেস ও রাহুল গান্ধীকে প্রিয়াঙ্কা ইস্যুতে আক্রমণ করে চলেছেন। অমিত শাহ সহ কেন্দ্রীয় নেতৃত্বের যে এতে সায় রয়েছে তা শাহের কথায় এদিন স্পষ্ট হয়ে গেল।

[আরও পড়ুন: সেনাও কি হাত ছাড়বে বিজেপির! মহারাষ্ট্রে কোন সমীকরণ স্পষ্ট হচ্ছে ][আরও পড়ুন: সেনাও কি হাত ছাড়বে বিজেপির! মহারাষ্ট্রে কোন সমীকরণ স্পষ্ট হচ্ছে ]

[আরও পড়ুন:রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের, আটকে রাখা নিয়ে কড়া নির্দেশ ][আরও পড়ুন:রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের, আটকে রাখা নিয়ে কড়া নির্দেশ ]

English summary
Amit Shah re-versions OROP to target Gandhi family, says it means only Rahul only Priyanka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X