For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বীর সেনাদের আত্মবলিদানের কথা ভুলবে না দেশ, পুলওয়ামা হামলায় শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন অমিত, রাজনাথের

বীর সেনাদের আত্মবলিদানের কথা ভুলবে না দেশ, পুলওয়ামা হামলায় শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন অমিত, রাজনাথের

  • |
Google Oneindia Bengali News

কালান্তরে পেরিয়ে গিয়েছে দু-বছরের বেশি সময়। এদিকে আজ থেকে দু-বছর আগে ১৪ ফেব্রুয়ারিতেই ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল পুলওয়ামা। জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পুলওয়ামায় প্রায় ২৫০০ জওয়ানের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। নিহত হন ৪০ জন সিআরপিএফ সেন-জওয়ান। এবার পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তীতেই শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেল সরকার-বিরোধী সব পক্ষেরই প্রথমসারির নেতানেত্রীদের।

আজকের দিনেই বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি

আজকের দিনেই বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি

২০১৯ সালের আজকের দিনে বীর জওয়ানদের রক্তে সিক্ত হয়েছিল দেশের মাটি। এদিন ২২ বছর বয়সী আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে সেনা কনভয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এদিকে গোটা ঘটনার দায় স্বীকার করে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এবার সেই ভয়াবহ জঙ্গি হামলায় মৃতদের প্রতি স্মরণ করে এদিন শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শ্রদ্ধাজ্ঞপন অমিতের

শ্রদ্ধাজ্ঞপন অমিতের

টুইটারে অমিত শাহকে লিখতে দেখা যায়, "বীর শহিদদের সামনে আমি নত মস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ২০১৯ সালে ১৪ ফেব্রুয়ারি যারা পুলওয়ামা হামলায় প্রাণ দিয়েছেন তাদের পরিবারের প্রতিও আমার সমবেদনা রয়েছে। দেশ কখনওই তাঁদের অসীম সাহস ও আত্মবলিদানের কথা ভুলবে না।" অন্যদিকে টুইট করতে দেখা যায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও।

 টুইটারে কী বললেন প্রতিরক্ষা মন্ত্রী ?

টুইটারে কী বললেন প্রতিরক্ষা মন্ত্রী ?

টুইটারে রাজনাথকে লিখতে দেখা যায়, " ২০১৯ সালের পুলওয়ামা হামলায় যাঁরা প্রাণ দিয়েছেন আমি সেই বীর সেনা-জওয়ানদের তাদের শ্রদ্ধা জানাচ্ছি। ভারত কোনোদিন তাদের আত্মত্যাগ, দেশের প্রতি আনুগত্যের কথা ভুলবে না। আমাদের সরকার সর্বতোভাবে তাঁদের পরিবারের পাশে রয়েছে। " অন্যদিকে শুধু সরকার পক্ষই না, শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরোধী পক্ষের নেতারাও।

 বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রাহুলের

বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রাহুলের

এদিকে পুলওয়ামা হামলার স্মৃতি উষ্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও টুইট করতে দেখা যায়। টুইটারে তিনি লেখেন, " পুলওয়ামা হামলায় শহিদ বীর সেনা-জওয়ানের প্রতি শ্রদ্ধা। তাঁদের পরিবারকে সমবেদনা ও প্রণাম জানাই। দেশ আপনাদের কাছে চির ঋণী থাকবে। " প্রসঙ্গত উল্লেখ্য, উপত্যকার ৩০ বছরের ইতিমহাসে সবথেকে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ছিল এটি। এদিকে পুলওয়ামার জঙ্গি হামলার বদলা নিতেই ভারত পরবর্তীতে বালাকোটে এয়ারস্ট্রাইক চালায়। যা নিয়েও বিস্তর জলঘোলা হয় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে।

মুকুল-শুভেন্দুরা সমস্যার কারণ হচ্ছেন বিজেপিতে! অশনি সংকেত পেয়ে দিলীপ সাবধানীমুকুল-শুভেন্দুরা সমস্যার কারণ হচ্ছেন বিজেপিতে! অশনি সংকেত পেয়ে দিলীপ সাবধানী

English summary
Amit-Rajnath tweets in memory of brave soldiers, second anniversary of Pulwama militant attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X