For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর কনভয়ে বাধায় দায় স্বীকার অতিবাম কৃষক সংগঠনের! পঞ্জাব সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন অমিত শাহের

পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কনভয়ে বাধা, যা নিয়ে শোরগোল সারা দেশে। এই ঘটনায় ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী) ঘটনায় দায় স্বীকার করেছে। সংগঠনটি একটি অতিবাম সংগঠন বলে জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) কনভয়ে বাধা, যা নিয়ে শোরগোল সারা দেশে। এই ঘটনায় ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী) ঘটনায় দায় স্বীকার করেছে। সংগঠনটি একটি অতিবাম সংগঠন বলে জানা গিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), এই ঘটনায় পঞ্জাব সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কৃষক বিক্ষোভে বাধায় প্রধানমন্ত্রীর কনভয়

কৃষক বিক্ষোভে বাধায় প্রধানমন্ত্রীর কনভয়

পঞ্জাবের ফিরোজপুরের পিয়ারানা গ্রামের কাছে ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর কনভয় আটকে যাওয়ার ঘটনায় দায় স্বীকার করল ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী)। তারা প্রধানমন্ত্রীর পঞ্জাব সফরের বিরোধিতা করতেই এই অবরোধ করেছিল বলে জানিয়েছে। জানা গিয়েছে, যেই মুহূর্তে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কনভয়কে দেখেছেস সেই সময়েই তারা রাস্তা অবরোধে ঝাঁপিয়ে পড়ে এবং স্লোগান দেয়। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা সবুজ ও লাল পতাকা নিয়ে বিক্ষোভ দেখায়। প্রসঙ্গত এই পতাকাই বিকেইউ ক্রান্তিকারীর।

অহংকারী মোদীকে শিক্ষা

অহংকারী মোদীকে শিক্ষা

ভারতীয় কিষাণ ইউনিয়নের (ক্রান্তিকারী) সাধারণ সম্পাদক বলদেব জিরা জানিয়েছেন, কৃষকরা অহংকারী মোদীকে শিক্ষা দিয়েছেন। এই কৃষক সংগঠনটি একটি অতিবাম সংগঠন। তারা এসকেএম-এর অংশ হিসেবে তিন কৃষি আইন বিরোধী আন্দোলনে অংশ নিলেও সাম্প্রতিক সময়ে এই সংগঠন জানিয়ে দেয় তার সংযুক্ত সমাজ মোর্চার অংশ হবে না। ২০০৯ সালে এই সংগঠনের সভাপতি সুরজিৎ ফুলকে ইউএপিএ ধারায় গ্রেফতার করা হয়েছিল। তাঁকে পাঁচমাস জেলেও কাটাতে হয়। মাওবাদী সংগঠনের সঙ্গে যোগসাজসের অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

৩১ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়

৩১ ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হয়

কৃষক সংগঠনের প্রেস সচিব অবতার মেহমা জানিয়েছেন ৩১ ডিসেম্বর সাতটি কৃষ্ক সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল প্রধানমন্ত্রীর সফরের সময় ব্যাপক বিক্ষোভ দেখানো হবে। সংগঠনের শক্তি অনুযায়ী, বিভিন্ন জায়গায় বিক্ষোভের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী ভারতীয় কিষাণ ইউনিয়ন (ক্রান্তিকারী) ছিল পিয়ারানা গ্রামে। সকাল সাড়ে দশটা থেকে এই সংগঠন বিক্ষোভ দেখানো শুরু করে।

ঘটনায় ক্ষুব্ধ অমিত শাহ

ঘটনায় ক্ষুব্ধ অমিত শাহ

কৃষক বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর কনভয় আটকে পড়ে এবং তাঁর ফিরে আসার ঘটনায় ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই ঘটনায় পঞ্জাব সরকারের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা এই ধরনের অবহেলা কখনই গ্রহণযোগ্য নয়। পঞ্জাব সরকারকে এর জবাবদিহি করতে হবে। টুইটে অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাপিলতির বিষয়ে পঞ্জাব সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। রাজ্য সরকারকে এব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের পরেই ফিরোজপুরের এসএসপিকে সাসপেন্ড করে পঞ্জাব সরকার।

মোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড এসএসপি! চান্নি-সিধুকে ISI-এর হাতের পুতুল বলে আক্রমণ বিজেপিরমোদীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড এসএসপি! চান্নি-সিধুকে ISI-এর হাতের পুতুল বলে আক্রমণ বিজেপির

English summary
As Amit Shah questions Punjab Govt's respnsibility, BKU Krantikari claims responsibility for stalling PM's convoy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X