For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পড়ুয়ারা পাথর ছুঁড়লে পুলিশ অ্যাকশন নেবেই',জামিয়াকাণ্ডে অমিত শাহের সাফ বার্তা

  • |
Google Oneindia Bengali News

এক বেসরকারী নিউজ চ্যানেল আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে অমিত শাহ মঙ্গলবার মুখ খোলেন জামিয়া কাণ্ড নিয়ে। প্রসঙ্গত, রবিবার রাত থেকে উত্তপ্ত ছিল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। সেখানে পুলিশের সঙ্গে পড়ুয়াদের খণ্ড যুদ্ধ নিয়ে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকে। আর গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেন অমিত শাহ।

 পুলিশ-ছাত্র খণ্ড যুদ্ধ নিয়ে কী বললেন শাহ?

পুলিশ-ছাত্র খণ্ড যুদ্ধ নিয়ে কী বললেন শাহ?

এদিনের অনুষ্ঠানে অমিত শাহের সামনে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। গোটা দেশের পড়ুয়ারা বিক্ষোভ করছেন সিএএ নিয়ে। এদিকে, পুলিশ-ছাত্র রণক্ষেত্রও দেখা যায় দিল্লির বুকে। এমন পরিস্থিতি নিয়ে অমিত শাহ বলেন, 'পড়ুয়ারা আইনটি পড়েননি ভালোভাবে। তাঁদের দিক ভ্রষ্ট করা হচ্ছে।'

 পাথর ছোড়া নিয়ে অমিত শাহের বক্তব্য

পাথর ছোড়া নিয়ে অমিত শাহের বক্তব্য

অমিত শাহ ওই সভায় সাফ বলেন, যদি পড়ুয়ারা পাথর ছোড়ে তাহলে পুলিশ পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। এই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা কার হয় যে , জামিয়ার ক্যাম্পাসের ভিতর লাইব্রেরিতে ঢুকে কেন মারধর চালায় পুলিশ ? তার জবাবে অমিত শাহ বলেন, পুলিশ সেই সময় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিল।

 'যদি পড়ুয়ারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করে... '

'যদি পড়ুয়ারা রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করে... '

গত কয়েকদিনে জামিয়া , আলিগড় বিশ্ববিদ্যালয় ঘিরে দিল্লির পরিস্থিতি ব্যাপক সরগরম ছিল। সেই প্রসঙ্গ নিয়ে অমিত শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' যদি পড়ুয়ারা বা পড়ুয়াদের সঙ্গে নিয়ে কেউ জনগণের সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেন, বা অশান্তিতে উস্কানি দেন, আর পুলিশ যদি সেক্ষেত্রে ব্যবস্থা না নেয়, তাহলে আমি বলব পুলিশ নিজের কর্তব্য পালন করছেনা। যখন একটা বিক্ষোভ হিংসার চেহারা নেয় তখন পুলিশের কর্তব্য তা রোখা। আর পুলিশ এক্ষেত্রে সেটাই করেছে। '

English summary
Amit Shah on Jamia violence: If students pelt stones police will take action .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X