For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মিশন ১৫০'-কে পাখির চোখ করেছেন অমিত শাহ, কী এই রাজনৈতিক অঙ্ক, জেনে নিন

গেরুয়া দূর্গ গুজরাতে ফের একবার থাবা বসানোর জন্য় মুখিয়ে রয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

গেরুয়া দূর্গ গুজরাতে ফের একবার থাবা বসানোর জন্য় মুখিয়ে রয়েছে বিজেপি। এবছরের শেষের দিকে গুজরাত বিধানসভা নির্বাচন নিয়ে তাই চরম তৎপরতায় বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক। বিধানসভায় ১৮২ টি আসনের মধ্যে ১৫০ টি দখলের উদ্দেশে ঝাঁপাচ্ছে বিজেপি। আর সেজন্য গুজরাত বিধানসভায় এবার 'মিশন -১৫০' -এর আওতায় ভোট রাজনীতি নিয়ে নীতি নির্ধারন শুরু করে দিয়েছেন বিজপি প্রধান অমিত শাহ।

'মিশন ১৫০'-কে পাখির চোখ করেছেন অমিত শাহ, কী এই রাজনৈতিক অঙ্ক ,জেনে নিন

বিজেপির শক্ত ঘাঁটি গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুর ভোটে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। পাশপাশি বর্তমান বিজেপি প্রধান অমিত শাহও গুজরাতের বড় ব্যবসায়ী তথা বিজেপি প্রধান। তাই গুজরাতে জমি ধরে রাখা তথা আসন সংখ্যা বাড়ানো বিজেপি-র কাছে একটি সম্মানের লড়াই।

'মিশন ১৫০'-কে পাখির চোখ করেছেন অমিত শাহ, কী এই রাজনৈতিক অঙ্ক ,জেনে নিন

'মিশন ১৫০'-কে পাখির চোখ করেছেন অমিত শাহ, কী এই রাজনৈতিক অঙ্ক ,জেনে নিন

গুজরাত নির্বাচন নিয়ে নিজেদের গুটি সাজাতে কিছুদিন আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা গুজরাতে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অরুণ জেটলির সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ। বৈঠকে অমিতের সঙ্গে ছিলেন বিজেপি নেতা পিপি চৌধুরি, নির্মলা সীতারামন, জিতেন্দ্র সিং সহ অনেকে। সেখানেই নির্বাচনের আসন দখলের লক্ষ্যমাত্রা ১৫০ স্থির করা হয়। গোটা রাজ্যে যেভাব উন্নয়ন হয়েছে তা নিয়ে বিধানসভার ভোট বৈতরণী পার করা নিয়ে আশাবাদী বিজেপি ।

English summary
With BJP having set itself a target of 150 seats in the Gujarat assembly polls coming up later this year, party chief Amit Shah held on Thursday a strategy session with leaders tasked with achieving the goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X