কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর প্রথমবার ভূস্বর্গের ১০০ প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ অমিত শাহের
৫ অগাস্ট ২০১৯ সাল। কাশ্মীর থেকে আসা বিভিন্ন খবরের পর গোটা দেশ জুড়ে শুরু হয় কৌতূহল.. কী ঘটতে চলেছে উপত্যকায়! এমন এক পরিস্থিতিতে দিল্লির সংসদ থেকে অমিত শাহ প্রস্তাব দেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার। আর সেই প্রস্তাবে সায় দেয় সংসদ। এরপরই আইন অনুযায়ী উপত্যকা থেকে তুলে নেওয়া হয় আর্টিক্যাল ৩৭০।

কা্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এদিন দেখা করেন উপত্যকাা থেকে আসা ১০০ জনের একটি গোষ্ঠী। যেখানে ছিলেন, জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা, ছিলেন লাদাখের বাসিন্দারা। প্রসঙ্গত, অমিত শাহ গত মাসেই সংসদে জানিয়ে দেন এবার থেকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভিন্ন কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে পরিগণিত হবে। এরপর এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লাদাখ, কাশ্মীর থেকে আসা ১০০ জন মানুষ কথা বলেন অমিত শাহের সঙ্গে। এই গোষ্ঠীর মধ্যে ছিলেন পুলওয়ামার বাসিন্দারাও। উল্লেখ্য়, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামাতেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটায় পাকিস্তানি জঙ্গিরা। যে ঘটনায় মৃত্যু হয় ৪৩ জন সেনা জওয়ানের।
[আরও পড়ুন: আম্বানিদের রাজকীয় গণেশ পুজোয় রণবীর-আমির থেকে সচিন-অমিতাভ! দেখুন অ্যালবাম]
প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে যে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। তবে কাশ্মীরে এবার থেকে শুধুমাত্র উন্নয়নই হবে বলে জানিয়ে দেয় কেন্দ্র। আর সেই ঘটনার পর থেকেই এমন কাণ্ড।
[আরও পড়ুন:ফের ঘনীভূত নিম্নচাপ! পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টির পূর্বাভাস]