৩৭০ ধারা ইস্যুতে গান্ধীদের বিরুদ্ধে হাতিয়ার, গুপকর গ্যাঙের ষড়যন্ত্র নিয়ে সরব অমিত শাহ
ফের কাশ্মীরের গুপকর গ্যাঙের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এবার গুপকর জোটে নিজেদের নাম লেখানোয় কংগ্রেসকেও তোপ দাগলেন অমিত শাহ। প্রসঙ্গত, রবিবারই গুপকর জোটের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদ ও পঞ্চায়েতের ভোটের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। তাতে কংগ্রেসের তরফেও প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছিল। এরপরই বিজেপির পক্ষ থেকে বারংবার আক্রমণ করা হয়েছে হাত শিবিরকে।

গুপকর জোটের নেতারা বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাতে চান
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক টুইট বার্তায় লেখেন, 'গুপকর গ্যাঙ আন্তর্জাতিক স্তরে চলে গিয়েছে। গুপকর জোটের নেতারা চান যাতে বিদেশি শক্তি ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করুক। তাঁরা চান জম্মু ও কাশ্মীরে অন্য দেশ আক্রমণ করুক। এই গুপকর হ্যাঙ দেশের জাতীয় পতাকাকেও অসম্মান করে। তাঁদের উচিত দেশের সামনে তাঁদের আসল উদ্দেশ্য তুলে ধরা।'

কাশ্মীরে অরাজকতা ফেরাতে চায় কংগ্রেস ও গুপকর জোট
এদিকে গুপকর জোটের সঙ্গে হাত মেলানোয় কংগ্রেসকে তোপ দেগে অমিত শাহ লেখেন, 'কংগ্রেস এবং গুপকর জোট মিলে জম্মু ও কাশ্মীরকে আগের অরাজক পরিস্থিতিতে নিয়ে যেতে চায়। তারা সেখানকার দলিত, মহিলা এবং আদিবাসীদের থেকে সব অধিকার ছিনিয়ে নিতে চায়। আমরা ৩৭০ ধারা প্রত্যাহার করে যাদের সম্মান ফিরিয়ে দিয়েছি, তাদের সম্মান হানী ঘটাতে চায় কংগ্রেস। তাই মানুষ তাদের সর্বত্র নাকচ করে দিয়েছে।'

সোনিয়া-রাহুলকে অমিত শাহর প্রশ্নবাণ
অমিত শাহের সাফ প্রশ্ন, সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী কি গুপকর জোটের বিচ্ছিনতাবাদী মতবাদকে সমর্থন করেন? অমিত শাহ এই প্রসঙ্গে আরও লেখেন, 'জম্মু ও কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল। ভারতের মানুষ বিশ্ব মঞ্চে তৈরি হওয়া দেশ বিরোধী জোটকে সমর্থন করে না। গুপকর গ্যাঙকে দেশের ইচ্ছা অনুসারে চলতে হবে, নয়ত মানুষ তাদের ডুবিয়ে দেবে।'

গুপকর জোট নিয়ে কংগ্রেসের অস্বস্তি
সম্প্রতি ফারুক আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির দল পিডিপি-সহ উপত্যকার দশটি দল বিশেষ মর্যাদা ফেরানোর দাবিতে সরব হয়। এ নিয়ে একটি ঘোষণাপত্রও সামনে এনেছে ওই জোট। আনুষ্ঠানিক ভাবে ওই জোটের নাম দেওয়া হয়েছে 'পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন'। এই গুপকর জোট নিয়ে অস্বস্তিতে পড়েছে কংগ্রেস।

গুপকর জোটকে বিজেপির তোপ
গুপকর জোটকে ইতিমধ্যেই দেশদ্রোহী তকমা দিয়েছে বিজেপি। উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে চিনের সাহায্য চেয়ে বক্তব্য পেশ করেছিলেন ফআরুক আবদুল্লা। অন্যদিকে ৩৭০ ধারা না ফেরানো পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হবে না বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মেহবুবা মুফতিও। এবার কংগ্রেস সেই জোটের সঙ্গে সরাসরি হাত মেলানোয় বিজেপির হাতে তা এক বড় হাতিয়ার হিসাবে চলে এসেছে।

কাশ্মীর কংগ্রেসে চিড়? আবদুল্লা-মেহবুবাদের গুপকর জেটে নাম লিখিয়ে শঙ্কায় 'হাত' শিবির