For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ নাগরিকত্ব সংশোধনী আইন: দেশের উত্তপ্ত পরিস্থিতিতে সুর নরম করে অমিত শাহ দিলেন কোন ইঙ্গিত

সুর নরম করে অমিত শাহ কোন ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

গত ১১ ডিসেম্বর দিল্লিতে রাজ্যসভায় যখন নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তোলপাড় চলছে,তখন অসম সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে ধুন্ধুমার পরিস্থিতি দেখা যায়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়ে সেরাজ্যের একাধিক ছাত্র সংগঠন। কিছুতেই সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনকে মেনে নেওয়া হবেনা বলে সাফ বার্তা দেয় গোটা উত্তরপূর্বে। বিক্ষোভের আগুন বাংলায় ছড়াতেও সময় নেয়নি। এ মন পরিস্থিতিতে সুর খানিকটা নরম করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ কী জানিয়েছেন?

অমিত শাহ কী জানিয়েছেন?

গোটা দেশে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দোষারোপ করেছেন কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর দাবি, মানুষকে ভুল তথ্য দিয়ে উস্কানি দিচ্ছে কংগ্রেস। কংগ্রেসই দেশে আশান্তি ছড়াচ্ছে বলে দাবি করেন অমিত শাহ।

আইনে পরিবর্তন আনার বার্তা!

আইনে পরিবর্তন আনার বার্তা!

ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অমিত শাহ জানান, তিনি মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও সেখানের মন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন শুক্রবার। অমিত শাহ বলেন, 'ওঁরা (মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও প্রতিনিধিদল) আমাকে কিছু পরিবর্তন (আইনে) আনতে অনুরোধ করেছেন। '

এরপরই অমিত শাহ জানান..

এরপরই অমিত শাহ জানান..

অমিত শাহ বলেন, 'আমি সাংমাজিকে বলেছি আমার সঙ্গে দেখা করতে।', এরপরই অমিত শাহ জানান, ক্রিস্টমাসের পর সম্ভবত মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে তিনি বৈঠকে বসবেন। সেখানে একটি ' সংগঠিত আলোচনা' হবে বলে দাবি করেন অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, 'কারোর ভয় পাওয়ার কিছু নেই'।

 ইটালিয়ান সানগ্লাস ও কংগ্রেসের রাজনীতিকে তোপ অমিতের

ইটালিয়ান সানগ্লাস ও কংগ্রেসের রাজনীতিকে তোপ অমিতের

অমিত শাহ নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বলেন, কংগ্রসে দীর্ঘ সময় ধরে দেশে ধর্মের নামে রাজনীতি করে গিয়েছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, নরেন্দ্র মোদী যখন মসনদে বসেন,তখন তিনি মাওবাদী, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করতে চাইলে কংগ্রেস তাতে বাধ সাধছে। পাশপাশি, তিনি দাবি করেন, 'ইটালিয়ান সানগ্লাস' পরে কংগ্রেসের নেতৃত্ব ভারতের ইস্যুগুলোকে দেখেন।

English summary
Amit Shah hints at changes in Citizenship Act, says Will talks about It .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X