For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতজুড়ে উড়বে শুধু গেরুয়া নিশান! ঊনিশে জিতলেই কেরল দখলের বার্তা শাহের

ত্রিপুরা থেকে বামেদের নাম-নিশান মুছে দিয়েছে বিজেপি। ২৫ বছরের সরকারকে এক লহমায় নামিয়ে এনেছেন মাটিতে। এবার বিজেপির লক্ষ্য সিপিএমকে ভারত থেকে মুছে দেওয়া।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরা থেকে বামেদের নাম-নিশান মুছে দিয়েছে বিজেপি। ২৫ বছরের সরকারকে এক লহমায় নামিয়ে এনেছেন মাটিতে। শূন্য থেকে শুরু করে মাত্র এক ধাক্কায় কুর্সি দখল করে ফেলেছে বিজেপি। কংগ্রেস পারেনি, পারেনি তৃণমূল। তা থেকেই আত্মবিশ্বাসী বিজেপি এবার ঘোষণা করে দিল ২০১৯-এ বিজেপি জিতলে কেরলও উড়বে গেরুয়া নিশান।

ঊনিশে জিতলেই কেরলে গেরুয়া নিশান তোলার বার্তা শাহের

শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, আমাদের প্রথম লক্ষ্য ২০১৯-এ পুনরায় ক্ষমতায় ফেরা। মোদীজির নেতৃত্বে তা সুনিশ্চিত বলে জানিয়ে দিয়েছেন অমিত শাহ। আর ২০১৯-এ জয় পেলেই কেরলের ক্ষমতা থেকে সিপিএমের শাসন অবলুপ্তি ঘটনা স্রেফ সময়ের অপেক্ষা বলে বর্ণনা করেন অমিত শাহ।

এদিন তিনি বলেন, ত্রিপুরায় গেরুয়া নিশান উড়িয়েছি আমরা। তারপর একে একে উত্তর-পূর্ব রাজ্যের দখলও আমাদের হাতে চলে এসেছে। এবার আমাদের টার্গেট বাংলা ও কেরলে পদ্ম ফোটানো। সেই কাজে আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। বাংলার জন্য আমরা প্রস্তুত হয়েই রয়েছি। আর কেরল তো আমাদের টার্গেটেই আচে অনেক আগে থেকে।

বিজেপির কথায়, ত্রিপুরার পর একমাত্র কেরলেই সিপিএমের অস্তিত্ব রয়েছে। ভারতের একমাত্র রাজ্য যেখানে কমিউনিস্ট পার্টির শাসন চলে। আর যে দুই রাজ্যে কমিউনিস্ট শাসন ছিল, সেই দুই রাজ্যে সিপিএম শেষ। বাংলায় এখন তিন নম্বরে নেমে গিয়েছে। আর ত্রিপুরাতে পরিবর্তন এনেছি আমরাই। এবার কেরলেও পরিবর্তন আনব।

English summary
Amit Shah gives message to win in Kerala after winning Lok Sabha Election 2019. He says now BJP is ready to fulfill the target about Bengal and Kerala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X