For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯-এর থেকেও ২৪-এ বেশি আসনে জিতবে বিজেপি! অমিত শাহের দাবির পাল্টা তৃণমূলের

২০১৯-এর থেকেও ২৪-এ বেশি আসনে জিতবে বিজেপি! অমিত শাহের দাবির পাল্টা তৃণমূলের

Google Oneindia Bengali News

২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করেই এগোচ্ছে বিজেপি। সেজন্য দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে জেপি নাড্ডাকেই সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত তিনিই থাকছেন দলের কাণ্ডারি। আর সে কথা ঘোষণার পরই বিজেপির পক্ষ থেকে অমিত শাহ স্থির করে দিলেন টার্গেট।

এবার বিজেপি ২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে!

এবার বিজেপি ২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে!

২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। একাই বিজেপি পেরিয়ে গিয়েছিল ৩০০ আসন। বিরোধীরা কেউ ধরা-ছোঁয়ার মধ্যে ছিল না। এবার বিজেপি ২০১৯-এর ফলাফলকেও টপকে যাবে বলে দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কোন সমীকরমে ২০১৯-এর আসন ছাড়িয়ে যাবে বিজেপি?

কোন সমীকরমে ২০১৯-এর আসন ছাড়িয়ে যাবে বিজেপি?

কিন্তু কোন সমীকরণের উপর ভিত্তি করে তিনি বলছেন, বিজেপি ২০২৪-এর লোকসভা নির্বাচনে টপকে যাবে ২০১৯-এর আসন প্রাপ্তিকেও? অমিত শাহ ব্যাখ্যা করেন, ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে ত্রিপুরায় জয়ী হয়েছিল বিজেপি। কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছিল। জোট সরকার গড়েছিল মেঘালয়, মিজোরামে। তারপরও ২০১৯-এ তিনশোর গণ্ডি পেরিয়ে গিয়েছিল বিজেপি।

২০২৪-এর লোকসভা ভোটে আসনপ্রাপ্তি নিয়ে ভবিষ্যদ্বাণী

২০২৪-এর লোকসভা ভোটে আসনপ্রাপ্তি নিয়ে ভবিষ্যদ্বাণী

পরবর্তী সময়ে কর্নাটক ও মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা দখল করেছিল। এবার ২০২৩-এ ফের ওই ৯ রাজ্যে নির্বাচন। প্রতিটি রাজ্যেই এবার তাঁরা জয়ের ব্যাপারে আশাবাদী। এবার সমস্ত রাজ্যে ক্ষমতা দখল করার পাশপাশি ২০২৪-এর লোকসভা ভোটে আরও বেশি আসন নিয়ে বিজেপি দিল্লির কুর্সি জিতবে বলে মনে করছেন তাঁরা।

দুর্বল বুথগুলিকে শক্তিশালী করে তোলার প্রয়াস শুরু হয়েছে

দুর্বল বুথগুলিকে শক্তিশালী করে তোলার প্রয়াস শুরু হয়েছে

বিজেপির তরফে পরিকল্পনা কষে এগনোর বার্তা দিয়েছেন জেপি নাড্ডা ও অমিত শাহ উভয়েই। বিজেপি ইতিমধ্যে ৭২ হাজার দুর্বল বুথকে বেছে নিয়েছে। এই বুথগুলিতে নতুন করে কমিটি গড়ে শক্তিশালী করে তোলার প্রয়াস শুরু হয়েছে বিগত এক বছর ধরে। ইতিমধ্যে সেই কাজে তাঁরা অনেকটাই সফল।

বিরোধীদের কোনও পরিসর দিতে রাজি নন শাহ-নাড্ডা

বিরোধীদের কোনও পরিসর দিতে রাজি নন শাহ-নাড্ডা

এছাড়া আরও প্রায় ৬০ হাজার কম দুর্বল বুথকে বেছে নিয়েও কাজ চালাচ্ছে বিজেপি। মোট কথা আগামী বিধানসভা নির্বাচন ও ২০২৪-এর লোকসভা নির্বাচনে জিততে একেবারে অঙ্ক কষে এগনোর চেষ্টা করছে বিজেপি। কোনওরকম ফাঁক তাঁরা রাখতে চাইছেন না। বিরোধীদের এই মর্মে কোনও পরিসর দিতে তাঁরা রাজি নন।

বিজেপি সেই সুখস্বপ্নকে কটাক্ষ, পাল্টা তৃণমূলের

বিজেপি সেই সুখস্বপ্নকে কটাক্ষ, পাল্টা তৃণমূলের

২০২৪-এ ২০১৯-এর থেকে ভালো ফল করবে বিজেপি। এই মর্মে তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার জানান, বিজেপি সেই সুখস্বপ্ন দেখতে থাকুক। আরএসএস পর্যন্ত জানিয়েছে এখন ভোট হলে বিজেপি ২০০টি আসন পাবে না। আর অমর্ত্য সেনও জানিয়েছেন, বিজেপির পক্ষে এবার ক্ষমতা ধরে রাখা কঠিন থেকে কঠিনতর। সেটাই হতে চলেছে এবার, বিজেপির এবার আশা ক্ষীণ।

দিল্লিতে বিজেপির ভোট প্রাপ্তির নেপথ্যে কে? লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্য ফাঁস করলেন কেজরিওয়ালদিল্লিতে বিজেপির ভোট প্রাপ্তির নেপথ্যে কে? লেফটেন্যান্ট গভর্নরের বক্তব্য ফাঁস করলেন কেজরিওয়াল

English summary
Amit Shah demands that BJP will get more seats in 2024 than 2019 Election and TMC counters
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X