For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে ৫ অগাস্টের পর 'পুলিশ ফায়ারিং' -এ মৃত্যু হয়নি কারোর: অমিত শাহ

গত ৫ অগাস্ট এই সংসদ ভবনেই তিনি প্রস্তাব দিয়েছিলেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার। সেই প্রস্তাবে সায় দেয় সংসদ। এরপর আজ ২০ নভেম্বর অমিত শাহ সেই লোকসভা থেকেই জানিয়ে দিলেন, কাশ্মীর শান্তিতে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গত ৫ অগাস্ট এই সংসদ ভবনেই তিনি প্রস্তাব দিয়েছিলেন কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার। সেই প্রস্তাবে সায় দেয় সংসদ। এরপর আজ ২০ নভেম্বর অমিত শাহ সেই লোকসভা থেকেই জানিয়ে দিলেন, কাশ্মীর শান্তিতে রয়েছে। এদিন শীতকালীন অধিবেশনে সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে অবহিত করেন।

ইন্টারনেটে নিষেধাজ্ঞা নিয়ে অমিত শাহের বক্তব্য

এদিন রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা নিয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেবে সেখানের স্থানীয় প্রশাসন। কাশ্মীরে পাকিস্তান থেকে প্রভাবিত বেশ কিছু গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। আর সেই জন্যই নিরাপত্তাকে নজরে রেখে সরকার ইন্টারনেটের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তিনি বলেন, কাশ্মীরে ৫ অগাস্টের পর 'পুলিশ ফায়ারিং' -এ মৃত্যু হয়নি কারোর। কমেছে পাছর ছোঁড়ার ঘটনাও।

কাশ্মীরে রয়েছে পর্যাপ্ত মেডিসিন

কাশ্মীরের বুকে পর্যাপ্ত ওষুধ শেষ হয়ে গিয়েছে বলে কয়েকদিন আগেই শোনা গিয়েছিল। সেই তথ্যকে উড়িয়ে দিয়ে অমিত শাহ সাফ জানান, কাশ্মীরে ওষুধ পর্যাপ্ত পরিমাণে রয়েছে। মোবাইল মেডিসিন ভ্যানও চলাচল করছে ঠিকঠাক।

রয়েছে পর্যাপ্ত এলপিজি , কেরোসিন

পোট্রোল , ডিজেল, কেরোসিনের মতো জ্বালানি কাশ্মীরেল পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে জানিয়েছেন অমিত শাহ। এছাড়াও এলপিজি ও চালও উপত্যকার মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে রয়েছে বলে জানান অমিত শাহ।

সমস্ত উর্দু স্কুল খোলা

এদিন রাজ্য়সভায় দাঁড়িয়ে অমিত শাহ সাফ জানান, কাশ্মীরের সমস্ত উর্দু স্কুল খোলা রয়েছে। খোলা রয়েছে, সমস্ত ইংরাজি সংবাদপত্র ও নিউজ চ্যালেন। প্রসঙ্গত, এর আগে, উপত্যকায় সংবাদমাধ্যমের অধিকার খর্ব করা হচ্ছে বলে মামলা দায়ের হয়। তারপরই উঠে আসে অমিত শাহের এই বক্তব্য।

English summary
Amit Shah Defends Internet Ban In Kashmir, Says talks about vally in Loksabha,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X