For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল গান্ধীর জামার দাম নাকি ৪১ হাজার টাকা! শুনেই যা বললেন অমিত শাহ

লোকসভার বাকি আর মাত্র দুবছর! কার্যত গোষ্ঠী কোন্দল এবং টলমল করতে থাকা কংগ্রেসের নেতা-কর্মীদের চাঙ্গা করতে ভারত জড়ো যাত্রা শুরু হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি চলছে। কংগ্রেসের এই কর্মসূচি ঘিরেই শুরু হয়েছে জোর রাজ

  • |
Google Oneindia Bengali News

লোকসভার বাকি আর মাত্র দুবছর! কার্যত গোষ্ঠী কোন্দল এবং টলমল করতে থাকা কংগ্রেসের নেতা-কর্মীদের চাঙ্গা করতে ভারত জড়ো যাত্রা শুরু হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি চলছে। কংগ্রেসের এই কর্মসূচি ঘিরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। লাগাতার রাহুল গান্ধীকে আক্রমণ শানাচ্ছেন বিজেপি নেতা-মন্ত্রীরা।

জানেন শুনেই কি বললেন অমিত শাহ

আর এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই রাহুল গান্ধীর মহামুল্যের টি-শার্টের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর তা ভাইরাল হতেই কড়া ভাষায় আক্রমণ অমিত শাহের। শুধু তাই নয়, এহেন কর্মসূচি করার আগে ভারতের ইতিহাস পড়ার পরামর্শ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

যোধপুরে বুথ সভাপতি সংকল্প মহাসম্মেলনে যোগ দেন অমিত শাহ। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়েই তিনি বলেন, এখন রাহুল বাবা একটি বিদেশী টি-শার্ট পরে ভারত সংযোগ করতে বেরিয়েছেন। ভারত রাষ্ট্রই না! রাহুল গান্ধীর দেওয়া এমন একটি বক্তব্য তুলে ধরেও এদিন কংগ্রেস সাংসদ-নেতাদের আক্রমণ শানান বিজেপির চাণক্য।

এদিন একাধিকবার রাহিল গান্ধীকে বাবা বলে সম্বোধন করেন শাহ। আর তা বলে বলেন, রাহুলবাবা আপনি কোনও বই পড়ছেন। ভারত হল সেই রাষ্ট্র যার জন্যে লাখ মানুষ প্রাণ দিয়েছে বলে দাবি শাহের। রাহুল গান্ধীর ভারতের ইতিহাস পড়ার দরকার নেই বলেও দাবি তাঁর। শুধু রাহুল গান্ধীকেই নয়, রাজস্থানে দাঁড়িয়ে আজ শনিবার সে রাজ্যের সরকারকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ।

তিনি বলেন, অশোক গেহলট সাহেব আপনাকে কিছু প্রশ্ন করতে চাই... ২০১৮ সালে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে একাধিক বার্তা দিয়েছিলেন। পাঁচ বছর শেষ হতে চলল... কি করেছেন বিজেপি এখন সমস্ত কিছুর হিসাব চায় বলেও মন্তব্য অমিত শাহের।

জনগণের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, উন্নয়নের কাজ করতে না পারায় গেহলট সরকারকে উৎখাত করার সময় এসেছে। ওরা শুধু ভোট ব্যাঙ্কের রাজনীতি করতেই এসেছে বলেও দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রী মোদীও NEP এনে দেশের নিরাপত্তা, সমৃদ্ধি এবং শিক্ষার জন্য কাজ করেছেন।

আগামী ২০২৪ সালে রাজস্থানের সমস্ত আসনের মানুষ এই সুবিধা পাবেন বলেও এদিন দাবি করেন শাহ। বলে রাখা প্রয়োজন, রাহুল গান্ধী একের পর এক রাজ্যে যাচ্ছেন। কথা বলছেন। আর সেই সময় সাদা রঙের একটি জামা পড়েছিলেন রাহুল। বিজেপি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করে জানিয়েছে যে টি-শার্টের দাম ৪১ হাজার টাকা। আর এরপরেই নয়া বিতর্ক শুরু হয়েছে।

English summary
Amit shah claims rahul gandhi is wearing foreign t shirt to unite India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X