For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিরক্ষায় ভারতের পাল্লা কাদের সঙ্গে, কলকাতায় জানালেন অমিত শাহ

প্রতিরক্ষায় ভারতের পাল্লা কাদের সঙ্গে, কলকাতায় জানালেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

সার্জিকাল স্ট্রাইক ও বালাকোটে বিমান হানার পর ভারত আমেরিকা ও ইসরায়েলের সমপর্যায়ে চলে গিয়েছে। এদিন কলকাতায় এক সরকারি অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারতীয় বাহিনী এখন শত্রু দেশের ভিতরে ঢুকে আক্রমণ শানাতেও সক্ষম বলে জানিয়েছেন তিনি।

আমেরিকা ও ইজরায়েলের সমপর্যায়ে ভারত

আমেরিকা ও ইজরায়েলের সমপর্যায়ে ভারত

সার্জিকাল স্ট্রাইক ও বিমান হানার আগে বিশ্বে কেবলমাত্র আমেরিকা ও ইজরায়েল শত্রু এলাকায় ঢুকেতাদের সৈন্য হত্যার প্রতিশোধ নিয়েছিল। এই মুহুর্তে তিনি বিশ্বাস করেন সেই তালিকায় ভারতের নাম যুক্ত হয়েছে, বলেছেন অমিত শাহ।

 এনএসজির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ

এনএসজির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ

এদিন কলকাতার শহিদ মিনারে সভা করেন অমিত শাহ। তার আগে তিনি গিয়েছিলেন রাজারহাটে এনএসজির একটি অনুষ্ঠানে। সেখানে এনএসজির স্পেশাল কম্পোজিট গ্রুপ কমপ্লেক্টেসর উদ্বোধন করেন তিনি। একই অনুষ্ঠান থেকে তিনি মানেসর, হায়দরাবাদ, চেন্নাই এবং মুম্বইয়ে থাকা এনএসজির কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দেন।

এনএসজির সব দাবি মানা হবে

এনএসজির সব দাবি মানা হবে

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন, আগামী ৫ বছরে সরকার এনএসজির সব দাবি মানবে। এনএসজিকে পুরোপুরি কমান্ডো ফোর্স হিসেবে গড়ে তোলা হবে। ট্রেনিং, অস্ত্র এবং অন্যসুবিধা দেওয়া হবে। ভারতের এনএসজি ফোর্স বিশ্বের যে কোনও ফোর্সের থেকে দুকদম এগিয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।

English summary
Amit Shah claims, India is now at par with US and Israel after surgical strike. Today Amit Shah was in Kolkata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X