For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজাম কালচারের অবসান ঘটিয়ে হায়দরাবাদ হবে ছোট্ট ভারত, পুরনির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি অমিতের

রাজতন্ত্র থেকে গণতন্ত্রে ফেরাবে বিজেপি, নিজামের শহরে পুর নির্বাচনে পারদ চড়ালেন অমিত শাহ

Google Oneindia Bengali News

রাজতন্ত্র উৎখাত করে গণতন্ত্র স্থাপন করবে মোদী সরকার। হায়দরাবাদে পুরসভা ভোটের প্রচারে গিয়ে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির চাণক্য অমিত শাহ। বিহারের বিধানসভা ভোটে ওয়েইসিদের সাফল্যে টনক নড়েছে বিজেপির। তারপরেই মিমের ডেরার থাবা বসাতে মরিয়া হয়ে উঠেছেন অমিত শাহরা। যোগী থেকে নাড্ডা সকলেই লাইন িদয়েছেন পুরসভা ভোটের প্রচারে। সূচণাটা করলেন অমিত শাহ।

হায়দরাবাদে প্রচারে অমিত শাহ

হায়দরাবাদে প্রচারে অমিত শাহ

হায়দরাবাদে পুরসভা নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। পুরসভার ভোটের প্রচারে নিজামের শহরে হাজির হয়েছেন অমিত শাহ। রবিবার দুপুরে এলাহি আয়োজন করে হায়দরাবাদে রোড শো করেন অমিত শাহ। মিমকে টক্কার দেওয়াই বিজেপির এখানে মূল উদ্দেশ্য বলে মনে করছে রাজনৈকিত মহল। কারণ হায়দরাবাদই মিমের ঘাঁটি। এখান থেকেই উত্থান দলের।

 গণতন্ত্র স্থাপনের প্রতিশ্রুতি

গণতন্ত্র স্থাপনের প্রতিশ্রুতি

নিজামের শহরে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রোড শো করে বিজেপির চাণক্য বলেছেন হায়দরাবাদে রাজতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে মোদী সরকার। এমন কি দুর্নীতিমুক্ত স্বচ্ছ পুর প্রশাসন তৈরিরও আশ্বাস দিয়েছেন অমিত শাহ। এখানে সকলে সমান অধিকার পাবে বলে দাবি করেছেন তিনি। এখানে দ্বিতীয় স্তরের নাগরিক বলে কেউ দমিয়ে রাখবে না কাউকে এমনই হুঙ্কার দিয়েছেন অমিত শাহ

 সংখ্যা লঘু ভোটই চ্যালেঞ্জ

সংখ্যা লঘু ভোটই চ্যালেঞ্জ

হায়দরাবাদে বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সংখ্যালঘু ভোট। বিশেষ করে এনআরসির পর বিজেপিকে নিয়ে অনেকেই ক্ষুব্ধ বিজেপি প্রতিষ বিশেষ করে হায়দরাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দারা। তাঁদের ভোট পেতে সিএএ-কে হাতিয়ার করছেন অমিত শাহরা। সেকারণেই প্রচারে এসে দ্বিতীয় স্তরের নাগরিকত্বের প্রশ্নে উস্কানি দিয়েছেন অমিত শাহ।

ওয়েইসিকে খোঁচা

ওয়েইসিকে খোঁচা

কেসিআরের সঙ্গে গোপন আঁতাত রয়েছেন ওয়েইসির। জনসভা থেকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। ওয়েইসির সঙ্গে বন্ধুত্ব গোপন রেখেছেন কেসিআর এমনই অভিযোগ করেছেন তিনি। মিমের ডেরায় খুব একটা কম ভিড় হয়নি অমিত শাহের ব়্যালিতে। অনেকটা বিজেপি শক্তি প্রদর্শনেরই চেষ্টা করছে অমিত শাহকে পুরনির্বাচনের ব়্যালিতে এনে। এমনকী অমিত শাহের পর যোগী আদিত্যনাথ ও জেপি নাড্ডাও প্রচারে আসবেন।

English summary
Amit Shah claim in Hyderabad BJP will bring Democracy from dynasty in Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X