For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নজরে বিহার ভোট, এনডিএ জোট নিয়ে জরুরি বৈঠক অমিত শাহের, কোন রণকৌশলে শান দিচ্ছেন চাণক্য

নজরে বিহার ভোট, এনডিএ জোট নিয়ে জরুরি বৈঠক অমিত শাহের, কোন রণকৌশলে শান দিচ্ছেন চাণক্য

Google Oneindia Bengali News

করোনা কাটিয়ে এবার রাজনীতিতে মন দিয়েছেন অমিত শাহ। এনডিএ জোটের পরবর্তী পরিকল্পনা নিয়ে আজ বিহার নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন শাহ। মনে করা হচ্ছে ভোটের রণকৌশন নির্ধারণই মূল এজেন্ডা। তবে আসন ভাগাভাগি নিয়েও আলোচনা প্রাধান্য পেতে পারে বলে করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই এই নিয়ে শরিক অসন্তোষ জাগতে শুরু করেছে।

বিহারে বিধানসভা ভোট

বিহারে বিধানসভা ভোট

বিহারে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন হবে। তার তোরজোর শুরু হয়ে গিয়েছে। প্রচার থেকে ভোটদান একাধিক ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিউ নর্মাল বিধি মেনেই হবে ভোট গ্রহণ।

 জরুরি বৈঠকে অমিত শাহ

জরুরি বৈঠকে অমিত শাহ

করোনা পরিস্থিতির মধ্যেই হচ্ছে বিধানসভা ভোট। কিন্তু এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপি। যদিও নীতীশকেই মুখ করে বিহারে ভোটে ছাপ ফেলতে চাইছেন অমিত শাহরা। আগেই জেপি নাড্ডা জানিয়েছেন নীতীশের নেতৃত্বে বিহারে ভোট করতে আপত্তি নেই তাঁদের। কিন্তু কী হবে রণকৌশল। তা নির্ধারণেই আজ জরুরি বৈঠক ডেকেছেন চাণক্য অমিত শাহ।

করোনা কাটিয়ে তৎপর

করোনা কাটিয়ে তৎপর

কয়েকদিন আগেই করোনা সংক্রমিত হয়েছিলেন অমিত শাহ। বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হওয়ার পরেও করোনা পরবর্তী চিকিৎসার জন্য এইমস হাসপাতালে ভর্তি হে হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন িতনি। এবার রাজনীতির ময়দানে পুরোদমে নেমে পড়েছেন। বিহারের বিধানসভা ভোটের জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

 রণকৌশল নির্ধারণে বৈঠক

রণকৌশল নির্ধারণে বৈঠক

নীতীশের নেতৃত্বে ভোট হলেও এনডিএ শরিকদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই চিরাগ পাসোয়ান এই নিয়ে উষ্মা প্রকাশ করে অমিত শাহকে চিঠি িদয়েছিলেন। আজ তাঁরা জরুরি বৈঠকে বসছেন দিল্লিতে। তার আগেই সিদ্ধান্ত নিতে পারেন শাহরা।

English summary
Amit Shah Chir special meet on Bihar assembly election 2020 on NDA alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X