For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলায় এবার বিজেপি বিস্তার করবে', দিল্লি হেডকোয়ার্টার থেকে গর্জন অমিতের

ভোট অঙ্কে বিজেপি ট্রিপল সেঞ্চুরি পার করার পর অনেকেই মোদীকে 'সিংহম' তকমা দিলেও অমিত শাহ এখনও পর্যন্ত বিজেপির চাণক্য হিসাবেই বেশি পরিচিতি পাচ্ছেন।

  • |
Google Oneindia Bengali News

ভোট অঙ্কে বিজেপি ট্রিপল সেঞ্চুরি পার করার পর অনেকেই মোদীকে 'সিংহম' তকমা দিলেও অমিত শাহ এখনও পর্যন্ত বিজেপির চাণক্য হিসাবেই বেশি পরিচিতি পাচ্ছেন। সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই বিজেপির জয় নিশ্চিত হয়ে যায়। এরপর বিকেল গড়িয়ে সন্ধ্যে হতেই দিল্লিতে বিজেপির হেড কোয়ার্টারে যান নরেন্দ্র মোদী , অমিত শাহ সহ বিশিষ্ট বিজেপি নেতারা। সেখান থেকেই কর্মীদের উদ্দেশে বার্তা দেন অমিত শাহ।

বাংলা নিয়ে উচ্ছ্বসিত অমিত!

বাংলা নিয়ে উচ্ছ্বসিত অমিত!

এদিন বিজেপি কর্মী সমর্থকদের জয়োল্লাসের মধ্যেই একের পর এক বক্তব্য পেশ করতে থাকেন অমিত শাহ। আর যখনই তিনি পশ্চিমবঙ্গের কথা বলেন সমর্থকদের সামনে, তখনই বিজয়োল্লাস দ্বিগুণ হয়ে যায় দলীয় কর্মীদের। সঙ্গে সঙ্গে অমিত শাহ বলে ওঠেন,. 'এবার বাংলায় বিস্তা বাড়াবে বিজেপি'।

বাংলা নিয়ে বার্তা..

বাংলা নিয়ে বার্তা..

অমিত শাহ এদিন জানিয়ে দেন , বাংলার ১৮ টি আসনে জিতেছে বিজেপি। তৃণমূলের রিগিং, অত্যাচার পেরিয়েও এই ফল। পাশপাশি, বিধানসভা ভোটের উপনির্বাচনেও ৮ টিতে ৪ টিতে বিজেপি জিতেছে। ফলে আগামী দিনে বাংলা যে পদ্মশিবিরের পাখির চোখ হতে চলেছে তা বলাই বাহুল্য।

ঐতিহাসিক জয়

এদিনের নির্বাচনী ফলাফলকে ঐতিহাসিক জয় বলে দাবি করেন অমিত শাহ। '২১ টি পরিবারতান্ত্রিক পার্টি আমাদের বিরুদ্ধে জোট বেঁধেছিল , আর তার উল্টো দিকে আমাদের কর্মীরা লড়াই করেছে।.. ' যে ঘটনার দেশের সমস্ত স্তরের কর্মীদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দেন অমিত শাহ।

English summary
Amit Shah at BJP Head Quaters in Delhi , here is his speech.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X