For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক আন্দোলনকে ঢাল করেই হিংসার ছক! আভাস মিলতেই পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ

কৃষক আন্দোলনকে ঢাল করেই হিংসার ছক! আভাস মিলতেই পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

কেটে গিয়েছে ১৫ দিনেরও বেশি সময়। কেন্দ্র-কৃষক একাধিক দফায় বৈঠকের পরেও এখনও মেলেনি কোনও রফা সূত্র। অন্যদিকে নয়া তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে এখনও অনড় আন্দোলনরত কৃষকরা। এমনকী আন্দোলনের তেজ আরও বাড়াতে ইতিমধ্যেই দেশব্যাপী রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। এমতাবস্থায় দিল্লির আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কৃষক আন্দোলনের আবহে হিংসা ঠেকাতে বৈঠকে অমিত

কৃষক আন্দোলনের আবহে হিংসা ঠেকাতে বৈঠকে অমিত

সূত্রের খবর, কৃষক আন্দোলনের মাঝেই কোনোরকম হিংসা বা প্ররোচনার ঘটনা ঠেকাতে শুক্রবারই একাধিক বরিষ্ঠ সরকারি কর্মচারী, পুলিশ ও নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন বলে জানা যায়। সূত্রের খবর, ইতিমধ্যেই বেশকিছু উগ্রপন্থী দল বিক্ষুব্ধ কৃষকদের সাথে মিশে গিয়ে গোটা আন্দোলন প্রক্রিয়াকেই ভিন্ন পথে চালানোর চেষ্টা করছে। যার ফলে বড়সড় হিংসার ঘটনা ঘটতে পারে বলেও শোনা যাচ্ছিল।

কৃষকদের সঙ্গে মিশে রয়েছে ১০ টি উগ্রবাদী দল

কৃষকদের সঙ্গে মিশে রয়েছে ১০ টি উগ্রবাদী দল

একথা সরকারের কান পর্যন্ত পৌঁছাতেই নড়েচড়ে বসে পুলিশ। গোটা দিল্লি সীমান্তের নিরাপত্তাই আরও কয়েকগুণ বাড়িয়ে ফেলা হয়েছে। বর্তমানে সেই বিষয়ে পর্যালোচনা ও তদারকির জন্যই শুক্রবার এই উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে গোয়ান্দা সূত্রে খবর, দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে মিশে রয়েছে কম করে ১০ টি উগ্রবাদী দল। আর তাতেই বাড়ছে উদ্বেগ।

 আইন বাতিলে নারাজ কেন্দ্র

আইন বাতিলে নারাজ কেন্দ্র

এদিকে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে আন্দোলনের তেজ। ইতিমধ্যেই দিল্লি সীমান্তে অবস্থান করছেন প্রায় ১৫ লক্ষেরও বেশি কৃষক। এমনকী কৃষি আইনের প্রতিবাদে গত ৮ ডিসেম্বর দেশব্যাপী ভারত বনধেরও ডাক দেয় কিষাণ ইউনিয়নগুলি। এদিকে নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের দাবি দাওয়া শুনতে এর আগে প্রায় ৬ দফায় বৈঠকে বসে কেন্দ্র। কিন্তু কৃষকদের দাবি মেনে আইন বাতিলে নারাজ কেন্দ্র।

বন্ধ হতে চলেছে দিল্লি-জয়পুর জাতীয় সড়ক

বন্ধ হতে চলেছে দিল্লি-জয়পুর জাতীয় সড়ক

এদিকে দাবী মানা না হলে দিল্লিগামী সমস্ত জাতীয় সড়কই বন্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেন কৃষকরা। এমনকী ১২ তারিখ দিল্লি-জয়পুর জাতীয় সড়ক বন্ধেরও ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। পাশাপাশি ১৪ তারিখ একাধিক কর্মসূচী নেওয়া হয়েছে কৃষক সংগঠনগুলির তরফে। এমতাবস্থায় দেশ ব্যাপী রেল অবরোধ শুরু হলে কেন্দ্রের উপর চাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।

মমতাকে চ্যালেঞ্জে রেখে অমিত শাহের বাংলায় সফরসূচি! বিজেপি সূত্রে কোন এলাকায় ফোকাসের খবর মমতাকে চ্যালেঞ্জে রেখে অমিত শাহের বাংলায় সফরসূচি! বিজেপি সূত্রে কোন এলাকায় ফোকাসের খবর

English summary
The extremists plan violence by shielding the peasant movement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X