লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের নির্বাচনী-দামামা, ভূ-স্বর্গে ভোটের প্রস্তুতি শুরু
লোকসভা নির্বাচন শেষ হতেই বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে ভূ-স্বর্গে। এবছর শেষের দিকেই নির্বাচনের আসর বসবে জম্মু-কাশ্মীরে। এদিন তিনি কাশ্মীর সমস্যা সমাধানের ইঙ্গিতও দিয়েছেন। ধারাবাহিক জঙ্গি হামলা এবং বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্তে যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তা অবিলম্বে কাটিয়ে তোলা প্রয়োজন, সেই ইঙ্গিত দেন তিনি।

এই পরিস্থিতি লোকসভা নির্বাচন হলেও একইসঙ্গে বিধানসভা নির্বাচনের ঝুঁকি নেওয়া হয়নি জম্মু-কাশ্মীরে। সেখানে চলছে রাষ্ট্রপতি শাসন। এই রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও ছ-মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। রাষ্ট্রপতি শাসন নিয়ে অন্য সমস্ত দল কেন্দ্রের উপর ক্ষুণ্ণ হলেও, কাশ্মীর নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ায় তারা উচ্ছ্বসিত।
২০১৪-র বিধানসভা নির্বাচনে মেহবুব মুফতির পিডিপির সঙ্গে জোট করে জম্মু-কাশ্মীর বিধানসভায় সরকার গড়ে বিজেপি। ৮৭ আসনবিশিষ্ট জম্মু-কাশ্মীরে ২৮ আসন পায় পিডিপি এবং বিজেপি পায় ২৫ আসন। বিজেপির সঙ্গে জোট গড়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন মেহবুবা মুফতি। সাড়ে চার বছরের মাথায় বিজেপি-পিডিপি মধুচন্দ্রিমায় শেষ হয়ে যায়। গত জুন মাসে পিডিপি সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি।
[আরও পড়ুন: সুইস ব্যাঙ্কে কালো টাকা! মোদী সরকারের চেষ্টা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট ]
তারপর থেকেই জম্মু-কাশ্মীরের রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে। রাজ্যপাল সত্যপাল মালিক বিধানসভা ভেঙে দেন। এরপর শুক্রবার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দেন, আরও ছ'মাস জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারা রাখা উচিত। তারপর অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। সেইমতোই প্রস্তুতি নিতে শুরু করেছে কেন্দ্র।
[আরও পড়ুন: অর্জুনকে গ্রেফতারের দাবি ফিরহাদের! ভাটপাড়া পরিদর্শনের পর হানলেন মোক্ষম বাণ]